পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোভিড বৃদ্ধির জন্য কমিশনের বিরুদ্ধে খুনের মামলা করা উচিত: মাদ্রাজ হাইকোর্ট - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

করোনাভাইরাস দেশ ভয়াবহ আকার নেওয়ার জন্য দায়ী নির্বাচন কমিশন ৷ এ জন্য কমিশনের বিরুদ্ধে খুনের মামলা করা উচিত ৷ এই ভাষাতেই কমিশনকে ভর্ত্সনা করল মাদ্রাজ হাইকোর্ট ৷

Election Commission responsible for Covid-19 surge, says Madras high court
কোভিড বৃদ্ধির কমিশনের বিরুদ্ধে খুনের মামলা করা উচিত: হাইকোর্ট

By

Published : Apr 26, 2021, 1:17 PM IST

Updated : Apr 26, 2021, 1:46 PM IST

চেন্নাই, 26 এপ্রিল: দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের বাড়-বাড়ন্তের জন্য দায়ী নির্বাচন কমিশন ৷ গত কয়েক মাস ধরে কোভিড প্রোটোকল না-মেনে চলা প্রচার বন্ধ না-করে, কমিশন সবচেয়ে দায়িত্বজ্ঞানহীন প্রতিষ্ঠানের মতো কাজ করেছে ৷ এ জন্য কমিশনের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা উচিত ৷ এমনই পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের ৷ প্রয়োজনে 2 মে গণনা বন্ধ করে দেওয়া হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছে আদালত ৷

নির্বাচন কমিশনকে তুলোধোনা করে প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি সেন্থিলকুমার রামামূর্তির বেঞ্চ বলেছে, "আজ আমরা যে অবস্থায় রয়েছি, তার জন্য দায়ী একমাত্র আপনাদের প্রতিষ্ঠান (নির্বাচন কমিশন) ৷ কোভিড প্রোটোকল মেনে চলার জন্য আদালতের নির্দেশ থাকলেও রাজনৈতিক দলগুলি যখন তা না-মেনেই প্রচার চালিয়েছেন, তখন আপনারা কোনও পদক্ষেপ করেননি ৷"

প্রয়োজনে ভোটগণনা বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়ে আদালত বলেছে, "এখন আপনাদের আমরা আশ্বস্ত করে বলছি, কীভাবে কোভিড প্রোটোকল মেনে চলা হবে, তার যথাযথ নীল নকশা দিতে না-পারলে আগামী 2 মে আমরা গণনা বন্ধ করে দেব ৷ কারণ এই রাজ্য আর আপনাদের মেজাজের উপর চলবে না ৷" আদালত আরও বলেছে, "কোনও মূল্যেই 2 মে-র গণনাকে নতুন করে সংক্রমণ বৃদ্ধির অনুঘটক করে তোলা যাবে না ৷ এ জন্য গণনা স্থগিত বা পিছিয়ে দেওয়াও হতে পারে ৷ সবচেয়ে বেশি গুরুত্বের জনস্বাস্থ্য ৷ সাংবিধানিক কর্তৃপক্ষকে এ ভাবে সেটা মনে করিয়ে দিতে হচ্ছে, এটা খুবই হতাশার ৷"

আরও পড়ুন:এবার বীরভূম-মুর্শিদাবাদ, ফের রদবদল পুলিশে

তামিলনাড়ুর পরিবহণ মন্ত্রী এমআর বিজয়ভাস্করের করা একটি আবেদনের শুনানিতে এই পর্যবেক্ষণ দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট ৷ 2 মে ভোটগণনার দিন যাতে কমিশন কোভিড সংক্রমণ রুখতে যথাযথ ব্যবস্থা নেয়, সেই আবেদন জানিয়ে পিটিশন করেছিলেন মন্ত্রী ৷

Last Updated : Apr 26, 2021, 1:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details