নয়াদিল্লি, 9 অক্টোবর:সোমবার অর্থাৎ আজই রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা এবং মিজোরামের আসন্ন বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন ৷ আজ দুপুর 12টা নাগাদ ভোটের তারিখ ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে ৷ কমিশনের ফুলবেঞ্চ নয়াদিল্লিতে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে ওই পাঁচটি রাজ্যে ভোটের তারিখ ঘোষণা করবে বলে খবর ।
বিগত কয়েকদিনে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের নেতৃত্বে ফুলবেঞ্চের দল এই পাঁচটি রাজ্যে ভোট প্রস্তুতির পর্যালোচনা করেছে । এরপরই গত সপ্তাহে নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে একটি সংক্ষিপ্ত বৈঠকের আয়োজন করা হয় । সেখানেই স্বচ্ছভাবে নির্বাচন পরিচালনা হবে তা নিশ্চিত করা হয়েছে এবং ভোটদান প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য কৌশল চূড়ান্ত হয়েছে ৷ তারপরেই এ দিন পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের ঘোষণা করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন ৷
এই পাঁচটি রাজ্যের মধ্যে মধ্যপ্রদেশ বর্তমানে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় রয়েছে ৷ রাজস্থান এবং ছত্তিশগড় এখন কংগ্রেসের হাতে । অন্যদিকে তেলেঙ্গানা ভারত রাষ্ট্র সমিতির (বিআরএস) সরকার শাসনে রয়েছে । মিজোরামে বর্তমানে মিজো ন্যাশনাল ফ্রন্ট (এমএনএফ) ক্ষমতায় আছে । তবে এই দলের বিজেপির সখ্য ঠিক কতটা তা সকলেরই জানা অছে । পাঁচটি রাজ্যে খুব শীঘ্রই বিধানসভার মেয়াদ শেষ হতে চলেছে ৷ মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, রাজস্থান এবং ছত্তিশগড় বিধানসভার মেয়াদ শেষ হবে 2024 সালের জানুয়ারি মাসে এবং মিজোরামের মেয়াদ এই বছরের ডিসেম্বরেই শেষ হয়ে যাচ্ছে ।
আরও পড়ুন:ভোটে আবার জিতলে পরিবারপিছু একজনের চাকরির প্রতিশ্রুতি শিবরাজের
মে মাসে হওয়া কর্ণাটকের নির্বাচনে ভালো ফল করতে পারেনি বিজেপি ৷ গেরুয়ার থেকে দক্ষিণের এই রাজ্য গিয়েছে হাতে শিবিরের দখলে ৷ এরপর আসন্ন পাঁচ বিধানসভা নির্বাচনের মধ্যে মধ্যপ্রদেশে নিজেদের ক্ষমতা ধরে রাখতে মরিয়া বিজেপি ৷ অন্যদিকে, রাজস্থান ও ছত্তিশগড়ে কংগ্রেসের হাতে রাশ থাকলেও রাজ্যগুলিকে নিজেদের দখলে নিতে পাখির চোখ করে বসে রয়েছে নরেন্দ্র মোদির দল ৷ আর সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী এই মাসের শুরুতেই তেলেঙ্গানা ও মধ্যপ্রদেশে জনসভার মাধ্যমে নির্বাচনী প্রচারে নেমে পড়েছেন ।