নয়াদিল্লি, 1 ডিসেম্বর:পাঁচ রাজ্যের বিধানসভা ভোটগ্রহণ পর্ব মিটে গিয়েছে । একদিন বাদেই তার ফল ঘোষণা হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত গণনার দিন বদল করল নির্বাচন কমিশন । আগামী 3 ডিসেম্বর রবিবার বাকি চার রাজ্যে ভোটের ফল প্রকাশ হলেও, হচ্ছে না মিজোরামে । নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, রবিবারের বদলে সোমবার অর্থাৎ 4 তারিখ সে রাজ্যে ভোট গণনা হবে ।
30 নভেম্বর তেলেঙ্গানা ভোটের মধ্যে দিয়ে শেষ হয়েছে পাঁচ রাজ্যের নির্বাচন । এরপরই বুথ ফেরৎ সমীক্ষাও সামনে এসে গিয়েছে । আর তার একদিন পরেই নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানাল, 3 ডিসেম্বর রবিবারের বদলে 4 ডিসেম্বর সোমবার হবে মিজোরামের বিধানসভা নির্বাচনের গণনা । এর আগে কমিশনের তরফে জানানো হয়েছিল, রবিবারই একসঙ্গে পাঁচ রাজ্যের গণনা হবে । কমিশনের তরফে জানানো হয়েছে, কমিশনের কাছে রাজ্যের বিভিন্ন মহল থেকে 3 ডিসেম্বর রবিবারের বদলে গণনার তারিখ পরিবর্তন করে সপ্তাহের অন্য কোনও কাজের দিনে করার জন্য অনুরোধ করা হয়েছে । কারণ হিসাবে বিভিন্ন মিজো সংগঠনের তরফে কমিশনকে জানানো হয়েছে, রবিবার রাজ্যের জনগণের জন্য একটি বিশেষ তাৎপর্যপূর্ণ বহন করে। আর সে কারণেই গণনার দিন বদল করেছে নির্বাচন কমিশন ।