পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মিজোরামে ভোটের ফল প্রকাশ হচ্ছে না রবিবার, সিদ্ধান্ত কমিশনের - পাঁচ রাজ্যের বিধানসভা ভোট

ECI revises date of counting of Mizoram: পাঁচ রাজ্যের বিধানসভা ভোটগ্রহণ পর্ব মিটে গিয়েছে । একদিন বাদেই তার ফল ঘোষণা হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত গণনার দিন বদল করল নির্বাচন কমিশন ।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Dec 1, 2023, 8:54 PM IST

Updated : Dec 1, 2023, 9:56 PM IST

নয়াদিল্লি, 1 ডিসেম্বর:পাঁচ রাজ্যের বিধানসভা ভোটগ্রহণ পর্ব মিটে গিয়েছে । একদিন বাদেই তার ফল ঘোষণা হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত গণনার দিন বদল করল নির্বাচন কমিশন । আগামী 3 ডিসেম্বর রবিবার বাকি চার রাজ্যে ভোটের ফল প্রকাশ হলেও, হচ্ছে না মিজোরামে । নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, রবিবারের বদলে সোমবার অর্থাৎ 4 তারিখ সে রাজ্যে ভোট গণনা হবে ।

30 নভেম্বর তেলেঙ্গানা ভোটের মধ্যে দিয়ে শেষ হয়েছে পাঁচ রাজ্যের নির্বাচন । এরপরই বুথ ফেরৎ সমীক্ষাও সামনে এসে গিয়েছে । আর তার একদিন পরেই নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানাল, 3 ডিসেম্বর রবিবারের বদলে 4 ডিসেম্বর সোমবার হবে মিজোরামের বিধানসভা নির্বাচনের গণনা । এর আগে কমিশনের তরফে জানানো হয়েছিল, রবিবারই একসঙ্গে পাঁচ রাজ্যের গণনা হবে । কমিশনের তরফে জানানো হয়েছে, কমিশনের কাছে রাজ্যের বিভিন্ন মহল থেকে 3 ডিসেম্বর রবিবারের বদলে গণনার তারিখ পরিবর্তন করে সপ্তাহের অন্য কোনও কাজের দিনে করার জন্য অনুরোধ করা হয়েছে । কারণ হিসাবে বিভিন্ন মিজো সংগঠনের তরফে কমিশনকে জানানো হয়েছে, রবিবার রাজ্যের জনগণের জন্য একটি বিশেষ তাৎপর্যপূর্ণ বহন করে। আর সে কারণেই গণনার দিন বদল করেছে নির্বাচন কমিশন ।

এর আগে, রাজস্থানে ভোটের দিনও বদল করেছিল কমিশন । গত 23 নভেম্বর রাজস্থানে ভোট হওয়ার কথা থাকলেও নির্ধারিত দিনের বদলে 25 নভেম্বর সে রাজ্যে ভোট হয় । সে সময় রাজস্তানের বিভিন্ন মহল থেকে কমিশনের কাছে দিন পরিবর্তনের অনুরোধ জানানো হয়েছিল । কারণ হিসাবে কমিশন জানিয়েছিল, ওই দিন রাজস্থানে বিশাল সংখ্যক বিয়ে এবং সামাজিক অনুষ্ঠান থাকার জন্যই বাধ্য হয়ে দিন পরিবর্তন করতে হয়। একইভাবে, ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরেই মিজোরামের বিভিন্ন সামাজিক সংগঠন, গির্জাগুলির তরফে কমিশনের কাছে জানানো হয়, রবিবার যেন সেখানে ভোটগণনা না হয়। বিষয়টি নিয়ে কমিশনের সঙ্গে বৈঠকও করে মিজো নাগরিক সংগঠন। এরপর সেখানেও ভোটের ফল ঘোষণার দিন পরিবর্তন করে কমিশন ।

আরও পড়ুন

Last Updated : Dec 1, 2023, 9:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details