পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

CM Hemant Soren ঝাড়খণ্ডের রাজভবনে নির্বাচন কমিশনের চিঠি, বিধায়ক পদ হারানোর পথে মুখ্যমন্ত্রী সোরেন - হেমন্ত সোরেন

মহারাষ্ট্র, বিহারের পর এবার ঝাড়খণ্ডেও সরকার পতনের সম্ভাবনা ৷ খারিজ হতে পারে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিধায়ক পদ (Hemant Soren MLA Post Disqualification) ৷ খোদ নির্বাচন কমিশন সেই মত জানিয়ে চিঠি দিয়েছে রাজ্যপালকে ৷

CM Hemant Soren in Trouble
ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন

By

Published : Aug 25, 2022, 12:05 PM IST

Updated : Aug 25, 2022, 1:23 PM IST

রাঁচি, 25 অগস্ট: মুখ্যমন্ত্রী পদ খোয়াতে পারেন হেমন্ত সোরেন ৷ সূত্রে জানা গিয়েছে, তাঁর বিধায়ক পদ খারিজের সুপারিশ করেছে জাতীয় নির্বাচন কমিশন ৷ এই সংক্রান্ত চিঠি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে ঝাড়খণ্ডের রাজভবনে ৷ হেমন্তের বিরুদ্ধে 'অফিস অফ প্রফিট ম্যাটার' নিয়ে নির্বাচন কমিশন তাদের মতামত জানিয়েছে (Election Commission of India recommends cancellation of MLA of CM Hemant Soren) ৷

সরকারি সূত্রে জানা গিয়েছে, ঝাড়খণ্ডের রাজ্যপাল রমেশ বৈশ আজ দুপুর নাগাদ দিল্লি থেকে রাঁচিতে পৌঁছবেন ৷ তারপর তিনি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ঘোষণা করবেন ৷ জাতীয় নির্বাচন কমিশন হেমন্ত সোরেনকে বিধায়ক পদ থেকে সরানোর আবেদন জানিয়ে চিঠি দিয়েছে ৷ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী নিজেই নিজেকে খনি লিজের সময় বাড়িয়ে দিয়েছেন ৷ এতে নির্বাচন সংক্রান্ত আইন লঙ্ঘন (MLA for violating electoral law) করেছেন হেমন্ত সোরেন ৷

আরও পড়ুন: ঝাড়খণ্ড বিধায়কদের কাছে বিপুল টাকা ! ঘোড়া কেনা-বেচা নিয়ে প্রশ্ন তৃণমূলের

রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট, 1951-এর আওতায় 9A ধারা লঙ্ঘন করায় বিজেপি মুখ্যমন্ত্রীর পদ খারিজের (Chief Minister's disqualification) দাবি জানিয়েছে ৷ সংবিধানের 192 ধারা অনুযায়ী, রাজ্যের বিধাসভার কোনও সদস্যের পদ খারিজ করা উচিত কি না, সেই বিষয়টি রাজ্যপালের বিবেচনাধীন ৷ তিনিই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ৷ এই ধারায় আরও উল্লেখ করা হয়েছে, বিধায়কের সদস্যপদ বাতিলের আগে রাজ্যপাল নির্বাচন কমিশনের মতামত নেবেন এবং সেই অনুযায়ী পদক্ষেপ করবেন ৷

Last Updated : Aug 25, 2022, 1:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details