পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Lok Janashakti Party : রামবিলাসের ‘ঘর’-এর বদলে চিরাগ-পশুপতির জুটল হেলিকপ্টার-সেলাই মেশিন - Pashupati Kumar Paras

রামবিলাস পাসোয়ানের তৈরি লোক জনশক্তি পার্টি নিয়ে বেশ কিছুদিন ধরেই গোলমাল চলছিল ৷ এবার সেই দলের প্রতীক বাজেয়াপ্ত করে নতুন দু’টি দল ও দু’টি আলাদা প্রতীক দিল নির্বাচন কমিশন ৷

election commission issued two new symbol and party name for chiarg pashpati
Lok Janashakti Party : রামবিলাসের ‘ঘর’-এর বদলে চিরাগ-পশুপতি পেলেন হেলিকপ্টার-সেলাই মেশিন

By

Published : Oct 5, 2021, 1:04 PM IST

নয়াদিল্লি, 5 অক্টোবর : প্রয়াত রামবিলাস পাসোয়ানের (Ram Vilas Paswan) ‘ঘর’ আগেই কেড়ে নিয়েছিল নির্বাচন কমিশন (Election Commission) ৷ এবার সেই ‘ঘর’-এর বদলে বিহারের ওই নেতার ছেলে ও ভাইয়ের জন্য বরাদ্দ হল ‘হেলিকপ্টার’ ও ‘সেলাই মেশিন’ ৷

প্রসঙ্গত, রামবিলাস পাসোয়ানের মৃত্যুর পর তাঁর রাজনৈতিক দল লোক জনশক্তি পার্টির (Lok Janashakti Party) কর্তৃত্ব নিয়ে টানাটানি শুরু হয় ৷ একদিকে রামবিলাস পুত্র চিরাগ পাসোয়ান (Chirag Paswan) বাবার দলের উত্তরাধিকারের দাবি করেছেন ৷ অন্যদিকে তাঁকে দলের সব পদ থেকে সরিয়ে দেয় রামবিলাসের ভাই পশুপতিকুমার পারস (Pashupati Kumar Paras) ৷ এমনকী, দলের কর্তৃত্ব হাতে নিয়ে নরেন্দ্র মোদির (Narendra Modi) সরকারে মন্ত্রীও হয়ে গিয়েছেন পশুপতি ৷

আরও পড়ুন :Lakhimpur Kheri violence : মানুষের কাছে জবাব দিন, লখিমপুরের ঘটনার ভিডিও টুইট করে মোদিকে তোপ প্রিয়াঙ্কার

এই পরিস্থিতিতে কমিশনের দ্বারস্থ হয় দুই পক্ষই ৷ কয়েকদিন আগে লোক জনশক্তি পার্টির প্রতীক ‘ঘর’ কেড়ে নেয় নির্বাচন কমিশন ৷ আর মঙ্গলবার নির্বাচন কমিশন ওই দলের বিবাদমান দুই গোষ্ঠীকে জানিয়ে দেয় যে, তাদের দল আলাদা করে দেওয়া হল ৷ আর প্রতীকও পরিবর্তন করে দেওয়া হল ৷

এখন থেকে চিরাগ পাসোয়ান হলেন লোক জনশক্তি পার্টি (রামবিলাস) (Lok Janashakti Party Ram Vilas)-এর নেতা ৷ তাঁকে এবার ‘হেলিকপ্টার’ প্রতীক দেওয়া হল ৷ অন্যদিকে পশুপতিকুমার পারসকে দেওয়া হল ‘সেলাই মেশিন’ প্রতীক৷ তাঁর দলের নাম হল রাষ্ট্রীয় লোক জনশক্তি পার্টি (Rashtriya Lok Janashkti Party) ৷

আরও পড়ুন :Lakhimpur kheri : চাষিদের পিষে ফেলার ভিডিয়ো প্রকাশ কংগ্রেস নেতা ললিতেশপতি ত্রিপাঠীর

এখানে উল্লেখ করা প্রয়োজন, রামবিলাস পাসোয়ানের রাজনৈতিক কেরিয়ার শুরু 1969 সালে ৷ সংযুক্ত সোশ্যালিস্ট পার্টির নেতা হিসেবে তিনি রাজনীতি শুরু করেন ৷ 2000 সালে তিনি তৈরি করে লোক জনশক্তি পার্টি ৷ অটলবিহারী বাজপেয়ী (Atal Bihari Vajpayee) থেকে মনমোহন সিং (Manmohan Singh) হয়ে নরেন্দ্র মোদি, প্রত্যেকের প্রধানমন্ত্রিত্বেই তিনি কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন ৷

কিন্তু তাঁর প্রয়াণের পর এনডিএ (NDA) ছেড়ে বেরিয়ে আসেন ছেলে চিরাগ ৷ বিহারের বিধানসভা নির্বাচনেও প্রভাব ফেলতে পারেনি চিরাগের দল ৷ ফলে এই নিয়ে দলের মধ্যে অসন্তোষ তৈরি হয় ৷ অভিযোগ, সেই অসন্তোষকে কাজে লাগিয়ে পশুপতিকুমার পারস লোক জনশক্তি পার্টি কব্জা করে নেন ৷ মোদি সরকারে মন্ত্রীও হয়ে যান ৷

আরও পড়ুন :Lakhimpur Kheri violence : অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে লখিমপুরের ঘটনার তদন্ত, ঘোষণা যোগী সরকারের

কিন্তু এখন রামবিলাসের তৈরি দলই অস্তিত্বহীন হয়ে পড়ল ৷ নতুন দল ও নতুন প্রতীক নিয়ে কাকা-ভাইপো পশুপতি ও চিরাগকে রাজনীতির ময়দানে লড়তে হবে ৷ কে এর থেকে ফায়দা তুলতে পারেন, সেই উত্তর জানার জন্য পরবর্তী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতেই হবে ৷

ABOUT THE AUTHOR

...view details