নয়াদিল্লি, 5 অক্টোবর : প্রয়াত রামবিলাস পাসোয়ানের (Ram Vilas Paswan) ‘ঘর’ আগেই কেড়ে নিয়েছিল নির্বাচন কমিশন (Election Commission) ৷ এবার সেই ‘ঘর’-এর বদলে বিহারের ওই নেতার ছেলে ও ভাইয়ের জন্য বরাদ্দ হল ‘হেলিকপ্টার’ ও ‘সেলাই মেশিন’ ৷
প্রসঙ্গত, রামবিলাস পাসোয়ানের মৃত্যুর পর তাঁর রাজনৈতিক দল লোক জনশক্তি পার্টির (Lok Janashakti Party) কর্তৃত্ব নিয়ে টানাটানি শুরু হয় ৷ একদিকে রামবিলাস পুত্র চিরাগ পাসোয়ান (Chirag Paswan) বাবার দলের উত্তরাধিকারের দাবি করেছেন ৷ অন্যদিকে তাঁকে দলের সব পদ থেকে সরিয়ে দেয় রামবিলাসের ভাই পশুপতিকুমার পারস (Pashupati Kumar Paras) ৷ এমনকী, দলের কর্তৃত্ব হাতে নিয়ে নরেন্দ্র মোদির (Narendra Modi) সরকারে মন্ত্রীও হয়ে গিয়েছেন পশুপতি ৷
এই পরিস্থিতিতে কমিশনের দ্বারস্থ হয় দুই পক্ষই ৷ কয়েকদিন আগে লোক জনশক্তি পার্টির প্রতীক ‘ঘর’ কেড়ে নেয় নির্বাচন কমিশন ৷ আর মঙ্গলবার নির্বাচন কমিশন ওই দলের বিবাদমান দুই গোষ্ঠীকে জানিয়ে দেয় যে, তাদের দল আলাদা করে দেওয়া হল ৷ আর প্রতীকও পরিবর্তন করে দেওয়া হল ৷
এখন থেকে চিরাগ পাসোয়ান হলেন লোক জনশক্তি পার্টি (রামবিলাস) (Lok Janashakti Party Ram Vilas)-এর নেতা ৷ তাঁকে এবার ‘হেলিকপ্টার’ প্রতীক দেওয়া হল ৷ অন্যদিকে পশুপতিকুমার পারসকে দেওয়া হল ‘সেলাই মেশিন’ প্রতীক৷ তাঁর দলের নাম হল রাষ্ট্রীয় লোক জনশক্তি পার্টি (Rashtriya Lok Janashkti Party) ৷