পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Election Commission: 5 রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের, দেখে নিন কবে কোথায় ভোট ? - নির্বাচন কমিশন

Election Commission announces Assembly Elections Date: ছত্তীশগড়, মধ্যপ্রদেশ, মিজোরাম, রাজস্থান ও তেলেঙ্গানা - এই 5 রাজ্যের বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন ৷ কবে কোথায় ভোট জানতে প্রতিবেদনটি পড়ুন ৷

Election Commission
মুখ্য নির্বাচন কমিশনার

By ETV Bharat Bangla Team

Published : Oct 9, 2023, 12:42 PM IST

Updated : Oct 9, 2023, 12:57 PM IST

নয়াদিল্লি, 9 অক্টোবর:পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন ৷ সোমবার মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান, ছত্তীশগড়ে ভোট হবে 7 নভেম্বর ও 17 নভেম্বর, মধ্যপ্রদেশে হবে 17 নভেম্বর, মিজোরামে ভোট হবে 7 নভেম্বর, রাজস্থানে হবে 23 নভেম্বর এবং তেলেঙ্গানায় ভোট হবে 30 নভেম্বর ৷ এই পাঁচ রাজ্যের ভোটের ফলঘোষণা হবে 3 ডিসেম্বর ৷

পাঁচটি রাজ্য বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণার আগে এ দিন নয়াদিল্লিতে তিনি সাংবাদিক সম্মেলনে বলেন, "40 দিনের মধ্যে 5টি রাজ্যেই সফর করেছি এবং রাজনৈতিক দল, কেন্দ্রীয় ও রাজ্যের সংস্থাগুলির সঙ্গে আলোচনা করেছি ।"

এ দিন রাজীব কুমার জানান, মিজোরামে মোট ভোটার 8.52 লক্ষ, ছত্তীশগড়ে 2.03 কোটি, মধ্যপ্রদেশে 5.6 কোটি, রাজস্থানে 5.25 কোটি এবং তেলেঙ্গানায় মোট ভোটারের সংখ্যা 3.17 কোটি ৷ পাঁচটি নির্বাচনে এ বার প্রায় 60 লক্ষ ভোটার প্রথমবার ভোটদান (18-19 বছর) করবেন ৷ যোগ্যতার তারিখ সংশোধনের কারণে 15.39 লাখ তরুণ ভোটার নির্বাচনে অংশগ্রহণের যোগ্য । তরুণ ভোটারদের অনুপ্রাণিত করতে 2900 টিরও বেশি ভোটকেন্দ্র তরুণদের দ্বারা পরিচালিত হবে বলে জানান মুখ্য নির্বাচন কমিশনার ৷

পাঁচটি রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য 679টি বিধানসভা কেন্দ্রে 1.77 লক্ষ বুথ স্থাপন করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন ৷ জানানো হয়েছে যে, এই পাঁচ রাজ্যের ভোটে 17,734টি মডেল ভোটকেন্দ্র থাকবে, 621টি ভোটকেন্দ্র পূর্ত দফতরের কর্মীদের দ্বারা পরিচালিত হবে এবং 8,192 বুথ মহিলাদের দ্বারা পরিচালিত হবে ৷

আরও পড়ুন:আজ তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ-সহ 5টি রাজ্যের বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা

রাজীব কুমার এ দিন জানান, পাঁচটি রাজ্যে 940টিরও বেশি আন্তঃরাজ্য সীমানার চেক পোস্টে অবৈধ নগদ, মদ, উপঢৌকন এবং মাদকের যে কোনও গতিবিধি পরীক্ষা করতে সক্ষম হবে কমিশন ৷ চেকপোস্টগুলিতে কড়া নজরদারি থাকবে বলে জানান তিনি ৷

Last Updated : Oct 9, 2023, 12:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details