পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Presidential Poll : 18 জুলাই রাষ্ট্রপতি নির্বাচন, 21 জুলাই ভোটগণনা - Presidential Poll

18 জুলাই বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের উত্তরসূরি বাছতে বসবে 4809 জন সাংসদ-বিধায়ক (Presidential poll on July 18) ৷

Presidential Poll News
Presidential Poll News

By

Published : Jun 9, 2022, 5:16 PM IST

Updated : Jun 9, 2022, 5:54 PM IST

নয়াদিল্লি, 9 জুন :24 জুলাই শেষ হচ্ছে দেশের বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সময়সীমা ৷ভারতের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের দিন জানিয়ে দিল নির্বাচন কমিশন ৷ আগামী 18 জুলাই রামনাথ কোবিন্দের উত্তরসূরি বাছতে বসবে 4809 জন সাংসদ-বিধায়ক ৷ লোকসভা, রাজ্যসভা তো বটেই, দেশের বেশিরভাগ রাজ্যেই এই মুহূর্তে সুবিধাজনক জায়গায় রয়েছে ভারতীয় জনতা পার্টি ৷ ফলে নিজেদের পছন্দের প্রার্থীকে দেশের সাংবিধানিক প্রধানের পদে বসাতে গেরুয়াশিবির অনেকটাই এগিয়ে রয়েছে (Election Commission announces date for Presidential poll) ৷

প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছেন, 15 জুন থেকে মনোনয়ন জমা দেওয়া যাবে ৷ 29 জুন পর্যন্ত তা জমা দেওয়া যাবে ৷ তিনি বলেন, ‘‘নির্বাচন কমিশন অবাধ এবং সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করতে প্রস্তুত ৷ ভোটদান এবং ভোট গণনার সময় সমস্ত কোভিড-সম্পর্কিত সুরক্ষা প্রোটোকল অনুসরণ করা হবে ।’’ একই সঙ্গে তিনি জানিয়েছেন, কোনও রাজনৈতিক দলকে কোনও ধরনের হুইপ জারি করতে দেওয়া হবে না ।

আরও পড়ুন : তৃণমূলের শিশিরকে রাষ্ট্রপতির মনোনীত সাংসদ হিসেবে রাজ্যসভায় কি পাঠাবে বিজেপি ?

গোটা দেশের 776 জন সাংসদ এবং 4,033 জন বিধায়ক এই ভোটে অংশ নেবেন । সাংসদরা সংসদে এবং বিধায়করা তাঁদের নিজেদের রাজ্য বিধানসভায় ভোট দেবেন ।

প্রসঙ্গত, 2017 সালের 20 জুলাই রামনাথ কোবিন্দ 65.35 শতাংশ ভোট পেয়ে দেশের 14তম রাষ্ট্রপতির পদে বসেন ৷ লোকসভার প্রাক্তন স্পিকার এবং বিরোধী প্রার্থী মীরা কুমারকে ভোটে পরাস্ত করেছিলেন তিনি ৷

Last Updated : Jun 9, 2022, 5:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details