নয়াদিল্লি, 9 জুন :24 জুলাই শেষ হচ্ছে দেশের বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সময়সীমা ৷ভারতের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের দিন জানিয়ে দিল নির্বাচন কমিশন ৷ আগামী 18 জুলাই রামনাথ কোবিন্দের উত্তরসূরি বাছতে বসবে 4809 জন সাংসদ-বিধায়ক ৷ লোকসভা, রাজ্যসভা তো বটেই, দেশের বেশিরভাগ রাজ্যেই এই মুহূর্তে সুবিধাজনক জায়গায় রয়েছে ভারতীয় জনতা পার্টি ৷ ফলে নিজেদের পছন্দের প্রার্থীকে দেশের সাংবিধানিক প্রধানের পদে বসাতে গেরুয়াশিবির অনেকটাই এগিয়ে রয়েছে (Election Commission announces date for Presidential poll) ৷
প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছেন, 15 জুন থেকে মনোনয়ন জমা দেওয়া যাবে ৷ 29 জুন পর্যন্ত তা জমা দেওয়া যাবে ৷ তিনি বলেন, ‘‘নির্বাচন কমিশন অবাধ এবং সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করতে প্রস্তুত ৷ ভোটদান এবং ভোট গণনার সময় সমস্ত কোভিড-সম্পর্কিত সুরক্ষা প্রোটোকল অনুসরণ করা হবে ।’’ একই সঙ্গে তিনি জানিয়েছেন, কোনও রাজনৈতিক দলকে কোনও ধরনের হুইপ জারি করতে দেওয়া হবে না ।