সুবর্ণপুর (ওড়িশা), 17 জুন: সাইকেলের কেরিয়ারে দেহ বেঁধে নিয়ে যাচ্ছেন তিনজন ব্যক্তি ৷ তাও আবার হাসপাতালের ভিতর থেকে বেরোচ্ছেন তারা ৷ সোশাল মিডিয়ায় এমনি একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে (ভিডিয়োর সত্যতা ইটিভি ভারত যাচাই করেনি) ৷ ঘটনাটি ওড়িশার সুবর্ণপুর জেলার বিনিকা এলাকার কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রের ৷ আর সাইকেলে বাঁধা মৃতদেহ বিনিকার মেঘালা গ্রামের বৃদ্ধা রুক্মিনি সাহুর ৷ হাসপাতালে মৃত্যুর পর তাঁর দেহ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কোনও অ্যাম্বুলেন্স বা শববাহী যানের ব্যবস্থা হাসপাতাল কর্তৃপক্ষ করে দেয়নি ৷ তাই বাধ্য হয়ে পরিজনেরা সাইকেলে করে তাঁর দেহ নিয়ে যান ৷
জানা গিয়েছে, সুবর্ণপুর জেলা ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নীরঞ্জনা পুরীর ৷ তাঁর জেলার স্বাস্থ্য পরিকাঠামোর এই বেহাল দশা দেখে চোখ কপালে উঠেছে আমজনতার ৷ প্রশ্ন উঠেছে, খোদ স্বাস্থ্যমন্ত্রীর জেলায় চিকিৎসা-সহ অন্যান্য পরিষেবার যদি এই হাল হয়, তাহলে বাকি জেলাগুলির অবস্থা কেমন ? একজন মানুষ মৃত্যুর পর তাঁর যোগ্য সম্মানটুকু পাচ্ছেন না ! পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, চিকিৎসক রুক্মিনি সাহুকে মৃত ঘোষণার পর তাঁর দেহ বাড়ি নিয়ে যেতে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে একটি অ্যাম্বুলেন্স বা শববাহী গাড়ি চাওয়া হয়েছিল ৷ কিন্তু, হাসপাতালের কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি ৷