পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Death Due to Monkey Attack: বাঁদরের কামড়ে মৃত্যু প্রৌঢ়ের! মধ্যরাতে শৌচালয় যাওয়ার পথে হামলা - বাঁদরের হামলায় মৃত্যু হয়েছে প্রৌঢ়

মধ্যরাতে শৌচালয়ে যাচ্ছিলেন প্রৌঢ় ৷ হঠাৎ বাঁদর তাঁর উপর হামলা চালায় ৷ রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু বাঁচানো যায়নি প্রৌঢ়কে ৷

ETV Bharat
বাঁদরের কামড়ে মৃত প্রৌঢ়

By ETV Bharat Bangla Team

Published : Nov 15, 2023, 2:42 PM IST

কর্ণাটকের আরাকিরি গ্রামে বাঁদরের আক্রমণে মৃত্যু হল প্রৌঢ়ের

দাবনাগিরি (কর্ণাটক), 15 নভেম্বর: বাঘ, সিংহ, চিতাবাঘ, হাতি, ভল্লুকের হামলায় প্রাণ খোয়ানোর ঘটনা প্রায় শোনা যায় ৷ তবে বাঁদরের আক্রমণে কারও মৃত্যু হয়েছে, এমন ঘটনা খুব কমই ঘটে ৷ তেমনটাই হয়েছে কর্ণাটকের দাবনাগিরি জেলার আরাকিরি গ্রামে ৷ এখানে একটি বাঁদরের হামলায় মৃত্যু হয়েছে প্রৌঢ় গুটাপ্পা বিন রঙ্গাপ্পার (66) ৷ পরে অবশ্য ওই বাঁদরটিকে ধরা হয়েছে ৷

স্থানীয় সূত্রে খবর, গত 3-4 দিন ধরেই আরাকিরি গ্রামে বাঁদরের উপদ্রব বেড়েছিল ৷ বিশেষত একে কলোনি এলাকায় যেন একটু বেশিই ৷ এলাকার বাসিন্দারা এই হামলায় রীতিমতো ক্লান্ত হয়ে পড়েছেন ৷ 12 নভম্বর, রবিবার গুটাপ্পা বিন রঙ্গাপ্পা মধ্যরাতে শৌচাগারে গিয়েছিলেন ৷ তাঁকে একটি বাঁদর আক্রমণ করে এবং প্রৌঢ়ের হাতে কামড়ে দেয় ৷ হাত দিয়ে গলগল করে রক্ত ঝরতে থাকে ৷ ওই অবস্থায় কোনও রকমে গুটাপ্পা বাড়ির কাছে আসেন ৷

পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে তাঁকে হন্নালি তালুক সরকারি হাসপাতালে নিয়ে যান ৷ কিন্তু চিকিৎসা চলাকালীনই সোমবার তাঁর মৃত্যু হয় ৷ ওই রাতে গ্রামের আরেক বাসিন্দাকেও আক্রমণ করে বাঁদরের দল ৷ তবে তাঁর খুব একটা ক্ষতি হয়নি ৷

বন আধিকারিক শশীধর বলেন, "এমন ঘটনা বিরল ৷ রবিবার মাঝরাতে গুটাপ্পাকে বাঁদর আক্রমণ করে ৷ তখন গুটাপ্পাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ বাঁদরেরা আরেকজনকেও আক্রমণ করেছিল ৷ কিন্তু তাঁর কোনও দুর্ঘটনা ঘটেনি ৷ ওই গ্রামে 30 জনেরও বেশি কর্মীকে নিযুক্ত করা হয়েছে ৷ বাঁদরগুলিকে ধরা হয়েছে ৷ ওদের বন দফতরে পাঠানো হয়েছে ৷ পশু চিকিৎসকেরা তাদের স্বাস্থ্য পরীক্ষা করবে ৷ পরে ওদের বনে ছেড়ে দেওয়া হবে ৷ তবে এই ঘটনায় গুটাপ্পার পরিবারকে সরকার 15 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে ৷ আর সঙ্গে পাঁচ বছরের জন্য প্রতি মাসে 4 হাজার টাকা ৷"

বাঁদরের কামড়ে গুটাপ্পার মৃত্যুতে হন্নালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ৷ হন্নালি জোন ফরেস্টের আধিকারিকরা এলাকায় তল্লাশি চালিয়ে বাঁদরগুলিকে ধরেছে ৷ এই উপদ্রবের পর গ্রামবাসীও বাঁদরগুলিকে ধরার দাবি তুলেছে ৷ গুটাপ্পাকে কামড়ানোর দু'দিন বাদে একটি নিম গাছ থেকে ওই বাঁদরটিকে হাতেনাতে ধরে বন দফতরের কর্মীরা ৷ সেই সময় বাঁদরটি গাছে বসেছিল ৷

আরও পড়ুন:

1. সুকনায় চিতাবাঘের হামলায় জখম 3, ভরতি হাসপাতালে

2. উত্তরপ্রদেশের অফিসে ঢুকে পড়ল বাঁদর, দেখুন তারপর কী কাণ্ড ঘটাল সে

3. দোকান খুললেই কেড়ে নিচ্ছে মদ, সুরাপ্রেমী বাঁদরে অতিষ্ঠ রায়বরেলির ব্যবসায়ীরা

ABOUT THE AUTHOR

...view details