পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

হাতজোড় করে নমস্কার করেননি, প্রৌঢ় দলিতকে 3 ঘণ্টা ধরে বেঁধে রেখে মারধর ! - দলিত

Elderly Dalit Man allegedly beaten: গ্রামে যাতায়াতের পথে হাতজোড় করে নমস্কার করেননি প্রৌঢ় দলিত ৷ তাই তাঁকে মারধর করার অভিযোগ উঠল গ্রামের দুই ব্যক্তির বিরুদ্ধে ৷

ETV Bharat
মধ্যপ্রদেশে প্রৌঢ় দলিতকে মারধরের অভিযোগ

By ETV Bharat Bangla Team

Published : Dec 17, 2023, 12:12 PM IST

ছাতারপুর, 17 ডিসেম্বর: হাত জোড় করে নমস্কার না-করায় দলিত প্রৌঢ়কে মারধরের অভিযোগ উঠল ৷ ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ছাতারপুরে ৷ 59 বছর বয়সি প্রৌঢ় নাথুরাম রেশনের দোকানে যাওয়ার পথে এলাকার উচ্চবর্ণের ব্যক্তিকে হাত জোড় করে নমস্কার করেননি ৷ তাই তাঁকে বাড়িতে নিয়ে গিয়ে মারধর করার অভিযোগ উঠল এলাকার দুই বাসিন্দার বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ডের ছাতারপুরে ৷

এই ঘটনায় প্রৌঢ় নাথুরাম গুরুতর আহত হয়েছেন ৷ তাঁর অভিযোগ, "আমি বাড়ি থেকে রেশনের দোকানে যাচ্ছিলাম ৷ রেশনের দোকানে যেতে গেলে অভিযুক্তদের বাড়ির সামনে দিয়ে যেতে হয় ৷ রেশন দোকানে গিয়ে জানতে পারি, দোকান বন্ধ হয়ে গিয়েছে ৷ ফিরে আসার পথে রামজী পাণ্ডে আর অবধেশ দুবে আমার রাস্তা আটকায় ৷ তাঁরা বলেন, তোমার এত সাহস যে আমাদের সামনে দিয়ে চলে গেলে, অথচ হাতজোড় করে নমস্কারও করলে না ৷ এই কথা বলতে বলতে দু'জনে আমায় জোর করে তাঁদের বাড়িতে নিয়ে যান ৷ আমাকে মারধর করতে থাকে ৷"

খাজুরাহো থানার পুলিশ আধিকারিক মার্কণ্ডেয় মিশ্র বলেন, "ওঁরা ভয় পেয়ে পুলিশ স্টেশনে না গিয়ে সোজা এসপি-র অফিসে চলে যান এবং দ্রুত পদক্ষেপ করার দাবি জানান ৷ এই খবর পেয়ে ছাতারপুরের এসপি অমিত সন্ধি অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়েরের নির্দেশ দেন ৷"

নাথুরামের অভিযোগ, তাঁকে প্রায় 3 ঘণ্টা ধরে মারধর করা হয়েছে ৷ তাঁর পরিবারের সদস্যরা থানায় এসে অভিযোগ করে ৷ আহত নাথুরামকেও থানায় নিয়ে যাওয়া হয় ৷ তবে তিনি হাঁটতে পারছিলেন না ৷ থানায় মামলা দায়ের করা হয়েছে ৷ নাথুরামের ছেলে হরিশঙ্কর বলেন, "আমার বাবা রেশন নিতে গিয়েছিলেন ৷ ফিরে আসার সময় গ্রামের দু'জন আমার বাবাকে বেঁধে মারধর করে ৷"

আরও পড়ুন:

  1. শ্লীলতাহানির অভিযোগ তুলে উত্তরপ্রদেশে নাবালককে মারধর, করানো হল মূত্রপান
  2. অন্ধ্রপ্রদেশে দলিত যুবককে গাড়িতে তুলে চার ঘণ্টা ধরে মারধর, অভিযুক্ত ছয়
  3. আটাকলের ভিতর থেকে উদ্ধার দলিত মহিলার ক্ষতবিক্ষত দেহ, গণধর্ষণ করে খুনের অভিযোগ

ABOUT THE AUTHOR

...view details