ছাতারপুর, 17 ডিসেম্বর: হাত জোড় করে নমস্কার না-করায় দলিত প্রৌঢ়কে মারধরের অভিযোগ উঠল ৷ ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ছাতারপুরে ৷ 59 বছর বয়সি প্রৌঢ় নাথুরাম রেশনের দোকানে যাওয়ার পথে এলাকার উচ্চবর্ণের ব্যক্তিকে হাত জোড় করে নমস্কার করেননি ৷ তাই তাঁকে বাড়িতে নিয়ে গিয়ে মারধর করার অভিযোগ উঠল এলাকার দুই বাসিন্দার বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ডের ছাতারপুরে ৷
এই ঘটনায় প্রৌঢ় নাথুরাম গুরুতর আহত হয়েছেন ৷ তাঁর অভিযোগ, "আমি বাড়ি থেকে রেশনের দোকানে যাচ্ছিলাম ৷ রেশনের দোকানে যেতে গেলে অভিযুক্তদের বাড়ির সামনে দিয়ে যেতে হয় ৷ রেশন দোকানে গিয়ে জানতে পারি, দোকান বন্ধ হয়ে গিয়েছে ৷ ফিরে আসার পথে রামজী পাণ্ডে আর অবধেশ দুবে আমার রাস্তা আটকায় ৷ তাঁরা বলেন, তোমার এত সাহস যে আমাদের সামনে দিয়ে চলে গেলে, অথচ হাতজোড় করে নমস্কারও করলে না ৷ এই কথা বলতে বলতে দু'জনে আমায় জোর করে তাঁদের বাড়িতে নিয়ে যান ৷ আমাকে মারধর করতে থাকে ৷"