ময়ূরভঞ্জ, 5 জানুয়ারি: চাঞ্চল্যকর এক ঘটনার সাক্ষী থাকল ওড়িশার ময়ূরভঞ্জ জেলার পলশাগাদিয়া ৷ এখানে এক প্রৌঢ়কে কোদাল দিয়ে কুপিয়ে খুন করে তাঁর দেহ 24 ঘণ্টা ধরে লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে তাঁর বড় ছেলের বিরুদ্ধে ৷ মৃতের নাম নন্দকিশোর গুইয়া (50) ৷ অভিযুক্তের নাম ঈশ্বর গুইয়া (elder son kills father)৷
পুলিশ জানিয়েছে, মৃতের ছোট ছেলে মঙ্গল সিং মঙ্গলবার থানায় অভিযোগ জানায় বাড়ির সামনেই রাস্তার উপর বাবার মৃতদেহ পড়ে থাকতে দেখে সে ৷ এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে যশীপুর পুলিশ স্টেশনের পুলিশ ৷ গ্রেফতার করা হয় প্রৌঢ়ের বড় ছেলে ঈশ্বর গুইয়াকে ৷ এর পরেই পুরো ঘটনাটি সামনে আসে (Son Kills father) ৷ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷