মুম্বই, 30 জুন: মহারাষ্ট্রে নাটকীয় মোড় ৷ মুখ্যমন্ত্রী হচ্ছেন একনাথ শিন্ডে ৷ তাঁকে সমর্থন করবে ভারতীয় জনতা পার্টি ৷ বৃহস্পতিবার শিন্ডেকে পাশে বসিয়ে জানিয়ে দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস (Eknath Shinde will take oath as CM of Maharashtra) ৷ আজ সন্ধ্যা সাড়ে 7টা নাগাদ মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন 'বিক্ষুব্ধ' শিবসেনা নেতা ৷
Maha Political Crisis: মহারাষ্ট্রে মহাচমক ! বিজেপির সমর্থনে মুখ্যমন্ত্রীর চেয়ারে শিন্ডে
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হচ্ছেন একনাথ শিন্ডে ৷ তাঁকে সমর্থন করবে ভারতীয় জনতা পার্টি (Eknath Shinde will take oath as CM of Maharashtra) ৷
গতকালই ময়দান ছেড়েছিলেন উদ্ধব ঠাকরে ৷ পতন হয়েছিল মহারাষ্ট্রের মহা বিকাশ আঘাড়ি সরকারের (Maha Vikas Aghadi) ৷ তারপরেই জল্পনা ছড়িয়েছিল, ফের মুখ্যমন্ত্রী হচ্ছেন দেবেন্দ্র ফড়ণবীস (Devendra Fadnavis) এবং উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ৷ এদিন সাংবাদিক সম্মেলনে এসে চমক দিলেন মহারাষ্ট্রের বিরোধী দলনেতা ৷ শিন্ডেকে মুখ্যমন্ত্রীর মসনদে বসানোর পাশাপাশি জানিয়ে দিলেন, মন্ত্রিসভায় থাকছেন না তিনি ৷
আরও পড়ুন : গণতন্ত্রকে ধূলিসাৎ করে দিতে চাইছে বিজেপি ! তোপ মমতার
TAGGED:
Maha Political Crisis