মুম্বই, 30 জুন: মহারাষ্ট্রে কাটল মহা-সংকট ৷ শিবসেনা বিধায়ক হিসেবেই মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন একনাথ শিন্ডে ৷ তাঁকে সমর্থন করেছে ভারতীয় জনতা পার্টি ৷ বৃহস্পতিবার শিন্ডেকে পাশে বসিয়ে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস জানিয়েছিলেন, মন্ত্রিসভায় থাকছেন না তিনি ৷ পরে কেন্দ্রীয় নেতাদের অনুরোধে শিন্ডের ডেপুটি হয়েছেন দু'বারের প্রাক্তন মুখ্যমন্ত্রী (Eknath Shinde takes oath as CM of Maharashtra) ৷ তারপরেই প্রাক্তনকে শুভেচ্ছায় ভাসিয়েছেন বর্তমান (Eknath Shinde became Maharashtra Chief Minister) ৷
প্রথমে ভাবা হয়েছিল, মহারাষ্ট্রের রাজনৈতিক সংকট মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে পারেন ফড়ণবীস ৷ একইসঙ্গে, উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন একনাথ শিন্ডে ৷ কিন্তু শেষ বেলায় মসনদে বসেছেন সেই শিন্ডেই ৷ মহা-মসনদ মিলেছে অবশ্য 'বিদ্রোহী শিবসেনা বিধায়ক' হিসেবেই ৷ এই শিন্ডের উত্থানের কাহিনী জানেন ?
প্রথম থেকেই সরাসরি বিজেপি-তে যোগ দেওয়ার কথা না-বললেও প্রয়াত বালাসাহেব ঠাকরের থেকে হিন্দুত্ববাদী রাজনীতির আদর্শকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা শোনা গিয়েছিল শিন্ডের মুখে । মহারাষ্ট্রের বিক্ষুব্ধ নেতা হাবেভাবে বুঝিয়ে দিচ্ছিলেন, তিনি পদ্ম-শিবিবের সঙ্গে সমঝোতার পথই প্রশস্ত করছেন । শেষ পর্যন্ত সেই পদ্মের হাত ধরেই আরব সাগরের তীরে 'রাজা' হলেন এক সময়ের 'ফকির' ৷