পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Eknath Shinde: কাটল মহা-সংকট ! মুখ্যমন্ত্রীর পদে শপথ শিন্ডের, ডেপুটি ফড়ণবীস

শিবসেনা বিধায়ক হিসেবেই মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন একনাথ শিন্ডে ৷ ডেপুটি হয়েছেন দু'বারের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস (Eknath Shinde takes oath as CM of Maharashtra) ৷

Eknath Shinde takes oath as Maharashtra Chief Minister
Eknath Shinde takes oath as Maharashtra Chief Minister

By

Published : Jun 30, 2022, 8:12 PM IST

Updated : Jun 30, 2022, 8:31 PM IST

মুম্বই, 30 জুন: মহারাষ্ট্রে কাটল মহা-সংকট ৷ শিবসেনা বিধায়ক হিসেবেই মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন একনাথ শিন্ডে ৷ সমর্থন করল ভারতীয় জনতা পার্টি ৷ বৃহস্পতিবার শিন্ডেকে পাশে বসিয়ে জানিয়ে দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস জানিয়েছিলেন, মন্ত্রিসভায় থাকছেন না তিনি ৷ পরে কেন্দ্রীয় নেতাদের অনুরোধে শিন্ডের ডেপুটি হয়েছেন দু'বারের প্রাক্তন মুখ্যমন্ত্রী (Eknath Shinde takes oath as CM of Maharashtra) ৷

টুইট করে ফড়ণবীসের উপমুখ্যমন্ত্রী হওয়ার খবর প্রথম জানান নাড্ডা । সূত্রের খবর, অমিত শাহ, জেপি নাড্ডার অনুরোধেই শেষ পর্যন্ত উপমুখ্যমন্ত্রী হতে রাজি হয়েছেন ফড়ণবীস । শপথ গ্রহণের পরে দুই নেতাকেই শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ কেন্দ্রীয় বিজেপি নেতারা ৷

বৃহস্পতিবার দুপুর 12টা 20 মিনিটে বিমানে গোয়া থেকে মুম্বই ফেরেন একনাথ ৷ শিন্ডে শিবিরের দাবি ছিল, বৃহস্পতিবারই মহারাষ্ট্র বিধানসভায় আস্থার ভোটের মুখোমুখি হতে হবে উদ্ধবকে ৷ কিন্তু, উদ্ধব শিবিরের তাতে ঘোরতর আপত্তি ছিল ৷ এ নিয়ে সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হয় তারা ৷ তবে, শীর্ষ আদালত জানিয়ে দেয়, বৃহস্পতিবার আস্থাভোট হলে আইনত কোনও বাধা নেই ৷ এরপর রাতেই ইস্তফা দেন উদ্ধব ৷ ফলে আস্থা ভোটের আর কোনও প্রয়োজন ছিল না ৷

আরও পড়ুন : মহারাষ্ট্রে মহাচমক ! বিজেপির সমর্থনে মুখ্যমন্ত্রীর চেয়ারে শিন্ডে

অন্যদিকে, এদিন দুপুরেই বিজেপি-র কোর কমিটির সদস্যরা মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেন ৷ আগামিদিনে কী কী পদক্ষেপ করা হবে, তা নিয়ে বৈঠকে আলোচনা হয় ৷ তারপরেই যবনিকা পতন হয় মহা-সংকটের ৷

Last Updated : Jun 30, 2022, 8:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details