পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Sanjay Raut on Maha Govt: ‘মৃত্যুর পরোয়ানা’ জারি হয়ে গিয়েছে শিন্ডে সরকারের, মন্তব্য সঞ্জয় রাউতের

বর্তমান মহারাষ্ট্র সরকারের খুব শীঘ্রই পতন হবে বলে ফের দাবি করলেন সঞ্জয় রাউত ৷ এবার দিন ধরে বলে দিলেন তিনি ৷ জানালেন, 15-20 দিনের মধ্যে শিন্ডের মহারাষ্ট্র সরকারের পতন হবে ৷

Sanjay Raut on Maha Govt ETV BHARAT
Sanjay Raut on Maha Govt

By

Published : Apr 23, 2023, 5:38 PM IST

জলগাঁও (মহারাষ্ট্র), 23 এপ্রিল: একনাথ শিন্ডের নেতৃত্বাধীন মহারাষ্ট্র সরকারের ‘মৃত্যু পরোয়ানা’ জারি হয়ে গিয়েছে ৷ এমনটাই দাবি করলেন শিবসেনা (ইউবিটি) অর্থাৎ, উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত ৷ জানালেন, একনাথ শিন্ডের মহারাষ্ট্র সরকার 15-20 দিনের মধ্যে ভেঙে পড়বে ৷ তবে, তাঁর এই মন্তব্যের কারণ কী ? সঞ্জয় রাউত জানিয়েছেন, তাঁরা সুপ্রিম কোর্টের রায়ের জন্য অপেক্ষা করছেন ৷ সেই রায় বেরলেই একনাথ শিন্ডের সরকার তাসের ঘরের মতো ভেঙে পড়বে ৷ তাঁর বিশ্বাস সুপ্রিম কোর্টে উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনার সঙ্গে সুবিচার হবে ৷

রবিবার মহারাষ্ট্রের জলগাঁওয়ে দলের শিবসেনা (ইউবিটি)-এর একটি বৈঠক করেন সঞ্জয় রাউত ৷ সেখানেই সাংবাদিক বৈঠকে রাজ্যসভার সাংসদ রাউত জানান, শিবসেনা (ইউবিটি) আদালতের রায়ের জন্য অপেক্ষা করছে ৷ আর তাদের বিশ্বাস শীর্ষ আদালতে উদ্ধব শিবিরের সঙ্গে সুবিচার হবে ৷ উল্লেখ্য, সুপ্রিম কোর্টে শিবসেনার একাধিক মামলা সুপ্রিম কোর্টে চলছে ৷ যেখানে অন্যতম একটি মামলা হল, 16 জন বিধায়কের পদ খারিজের মামলা ৷ মূলত, উদ্ধব ঠাকরে শিবিরের সঙ্গ ছেড়ে দেওয়ার পর, ওই 16 জন বিধায়ককে বহিষ্কারের মামলা করা হয়েছিল সুপ্রিম কোর্টে ৷ সেই মামলার রায় আগামী মাসে বেরতে পারে ৷

সেই নিয়েই উদ্ধব ঠাকরে দাবি করেছেন, ‘‘বর্তমান মুখ্যমন্ত্রী এবং তাঁর 40 জন বিধায়কের যে সরকার রয়েছে, তা আগামী 15-20 দিনের মধ্যে ভেঙে পড়বে ৷ এই সরকারের মৃত্যুর পরোয়ানা লেখা হয়ে গিয়েছে ৷ এখন এটাই সিদ্ধান্ত হওয়া বাকি কে সেই পরোয়ানায় সই করবেন ৷’’ তবে, এটাই প্রথম নয় ৷ সঞ্জয় রাউত এর আগে ফেব্রুয়ারি মাসেও একই দাবি করেছিলেন ৷ সেই সময় তিনি বলেছিলেন, ফেব্রুয়ারি মাসে শিন্ডের নেতৃত্বাধীন জোট সরকারের পতন হবে ৷

আরও পড়ুন:মোদির ডিগ্রি ভুয়ো ? প্রশ্নবাণ শিবসেনার ঠাকরে দলের মুখপত্র সামনায়

উল্লেখ্য, গত বছর জুন মাসে একনাথ শিন্ডের নেতৃত্বে 39 জন শিবসেনা বিধায়ক উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন ৷ ফলে তৎকালীন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সরকার ভেঙে পড়ে ৷ ভেঙে যায় কংগ্রেস ও এনসিপি-র সঙ্গে শিবসেনার মহা বিকাশ অগাধির জোট সরকার ৷ পরবর্তী সময়ে ভারতের নির্বাচন কমিশনে বালা সাহেব ঠাকরের তৈরি শিবসেনা দলের কতৃত্ব হারাতে হয় উদ্ধব ঠাকরেকে ৷ বর্তমানে তিনি এবং তাঁর অনুগামীরা শিবসেনা (ইউবিটি) নামে রাজনীতির ময়দানে লড়াই চালাচ্ছেন ৷

ABOUT THE AUTHOR

...view details