পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বিধানসভায় জয় একনাথেরই, 'শিন্ডের শিবসেনাই আসল রাজনৈতিক দল'; রায়ে জানালেন অধ্যক্ষ - shiv sena

Shiv Sena real political party: জোর ধাক্কা খেলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ৷ আজ মহারাষ্ট্রের বিধানসভার অধ্যক্ষ তাঁর রায়ে জানান, একনাথ শিন্ডে পরিচালিত শিবসেনা দলটি আসল রাজনৈতিক দল ৷

ETV Bharat
মহারাষ্ট্রে ফের জয়ী হলেন একনাথ শিন্ডে

By ETV Bharat Bangla Team

Published : Jan 10, 2024, 7:17 PM IST

Updated : Jan 10, 2024, 8:03 PM IST

মুম্বই, 10 জানুয়ারি:ফের জয় হল মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের ৷ বুধবার মহারাষ্ট্র বিধানসভার অধ্যক্ষ রাহুল নারওয়েকর ঘোষণা করলেন, একনাথ শিন্ডে পরিচালিত শিবসেনা দলই আসল রাজনৈতিক দল ৷ কারণ, বিরোধী দলটি 2022 সালের 21 জুন তৈরি হয়েছে ৷ এর আগে 2023 সালের 17 ফেব্রুয়ারি একনাথ শিন্ডের নেতৃত্বে শিবসেনা দলকে শিবসেনা দলের প্রতীক তির-ধনুক ব্যবহারের অনুমতি দিয়েছিল রাজ্যের নির্বাচন কমিশন ৷ তবে এদিন এই রায়ের পর উদ্ধব শিবিরের শিবসেনা নেতা সঞ্জয় রাউত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন ৷

2022 সালের 21 জুন মহারাষ্ট্রে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয় ৷ তখন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন উদ্ধব ঠাকরে ৷ বিধান পরিষদে নির্বাচন ঘিরে বিতর্ক তৈরি হয় ৷ জানা যায়, 11 জন বিধায়ক ক্রস ভোটিং করেছেন ৷ এরপর বিদ্রোহ ঘোষণা করেন মন্ত্রী একনাথ শিন্ডে-সহ বহু বিধায়ক ৷ তাঁরা প্রথমে সুরাত এবং পরে গুয়াহাটি চলে যান ৷ এরপর মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে 16 জন বিধায়কের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ করেন ৷ বিধানসভার সহ-অধ্যক্ষ নরহরি জিরওয়াল 16 জন বিধায়ককে বরখাস্তের নোটিশ পাঠান ৷

পরে কংগ্রেস-এনসিপি-শিবসেনার সমন্বয়ে গঠিত 'মহা বিকাশ আঘাড়ি' সরকার ভেঙে যায় ৷ নতুন মুখ্য়মন্ত্রী হন একনাথ শিন্ডে ৷ বহু শিবসেনা বিধায়ক একনাথ শিবিরে যোগ দেন ৷ ভাঙন ধরে শিবসেনা দলে ৷ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নেতৃত্বে শিবসেনা আলাদা হয়ে যায় ৷ এদিকে শিবসেনার প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরের ছেলে উদ্ধব ঠাকরের নেতৃত্বে শিবসেনা দল পৃথক শিবসেনা হিসেবে পরিচিতি পায় ৷ তবে নির্বাচন কমিশন একনাথ শিন্ডের শিবসেনা শিবিরকেই 'আসল' শিবসেনা দলের স্বীকৃতি দেয় ৷

এদিকে বিদ্রোহের সময় শিন্ডের নেতৃত্বে শিবসেনা এবং ঠাকরের নেতৃত্বে শিবসেনা একে অপরের বিধায়কদের বরখাস্ত করার বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া বাকি ছিল ৷ বুধবার সেই মামলায় অধ্যক্ষ নারওয়েকর জানান, 2022 সালের 21 জুন উদ্ধব ঠাকরে শিবসেনা শিবিরের চিফ হুইপ সুনীল প্রভুর মেয়াদ ফুরিয়ে যায় ৷ নতুন চিফ হুইপ হন শিন্ডে গোষ্ঠীর ভারত গোগাওয়ালে ৷ অধ্যক্ষ আরও জানান, দল থেকে কোনও নেতাকে সরিয়ে দেওয়ার কোনও ক্ষমতাই নেই শিবসেনা প্রমুখের (প্রধান) ৷ এমনকী দলের প্রধানের ইচ্ছে আর দলের ইচ্ছে এক- এই যুক্তিও অস্বীকার করেন অধ্যক্ষ নারওয়েকর ৷

আরও পড়ুন:

  1. শিন্ডে-সহ 16 শিবসেনা বিধায়কের ভাগ্য নির্ধারণে সময়সীমা নির্ধারণ সুপ্রিম কোর্টের
  2. হাতে সময় 48 ঘণ্টা, নোটিশের উত্তর দিতে মুম্বই ফিরতে হবে শিন্ডে-সহ 16 জনকে !
  3. একনাথের ‘বালাসাহেবের শিবসেনা’-র প্রতীক ঢাল-তরোয়াল, জানাল কমিশন
Last Updated : Jan 10, 2024, 8:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details