মুম্বই, 27 জুন : মহারাষ্ট্রের মহা বিকাশ আঘাড়ি সরকার (MVA Government of Maharashtra) সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে ৷ সোমবার সুপ্রিম কোর্টে জমা দেওয়া পিটিশনে এমনই দাবি করেছেন শিবসেনার বিদ্রোহী বিধায়ক একনাথ শিন্ডে (Shiv Sena Rebel MLA Eknath Shinde) ৷ তাঁর দাবি, শিবসেনার 38 জন বিধায়ক ওই সরকার থেকে নিজেদের সমর্থন তুলে নিয়েছেন ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, মহারাষ্ট্র বিধানসভার ডেপুটি স্পিকার নরহরি জিরওয়াল বিদ্রোহী 16 জন বিধায়কের বিরুদ্ধে নোটিশ জারি করেছেন ৷ ওই বিধায়কদের সদস্যপদ কেন বাতিল করা হবে না, 48 ঘণ্টার মধ্যে সেই জবাব চেয়েছেন ৷ আজ বিকেল 5টায় সেই সময়সীমা শেষ হচ্ছে ৷ নরহরির ওই নোটিশের বিরুদ্ধেই শীর্ষ আদালতের (Supreme Court) দ্বারস্থ হয়েছেন একনাথ শিন্ডে ৷
একনাথ শিন্ডে ছিলেন শিবসেনার (Shiv Sena) পরিষদীয় দলনেতা ৷ কিন্তু বিদ্রোহের পর তাঁকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয় ৷ তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয় অজয় চৌধুরিকে ৷ তার বিরুদ্ধেও সুপ্রিম কোর্টে আবেদন করেছেন শিন্ডে ৷ একই সঙ্গে বিদ্রোহীদের তরফে মহারাষ্ট্রে সুরক্ষা চাওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে ৷
এ দিন দুপুরে শীর্ষ আদালতে ওই মামলার শুনানি হবে ৷ সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত ও জেবি পর্দিওয়ালার বেঞ্চে ওই মামলার শুনানি হতে চলেছে ৷ একনাথদের তরফে মামলা লড়বেন বর্ষীয়ান আইনজীবী হরিশ সালভে ৷ অন্যদিকে উদ্ধব সরকারের তরফে লড়বেন কংগ্রেসের প্রাক্তনী কপিল সিব্বল ৷
এ দিকে প্রায় সপ্তাহখানেক ধরে মহারাষ্ট্রে রাজনৈতিক অচলাবস্থা অব্যাহত রয়েছে ৷ বিদ্রোহী একনাথের শিবিরে বিধায়কের সংখ্যা বাড়তে শুরু করেছে ৷ আবার মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের (Maharshtra CM Uddhav Thackeray) শিবির হাল না ছেড়ে সরকার বাঁচাতে মরিয়া লড়াই করে যাচ্ছে ৷ ফলে শেষ হাসি কোনপক্ষ হাসবে, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে ৷