পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Eknath Shinde apologise to Assam: 'কুকুর মন্তব্যে' মুখে কুলুপ বিধায়কের, অসমের কাছে ক্ষমা চাইলেন একনাথ - কুকুরের মাংস

কুকুরের মাংস খাওয়া নিয়ে অসমের মানুষকে অপমান করেছিলেন মহারাষ্ট্রের বিধায়ক বাচ্চু কুণ্ডু (Bachchu Kundu controversial comment on Dog Meat) ৷ যার জেরে ক্ষমা চাইতে হল রাজ্যের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডেকে (Eknath Shinde apologise to Assam) ৷

Eknath Shinde apologise to Assam people for Bachchu Kundu controversial comment on Dog Meat
প্রতীকী ছবি

By

Published : Mar 23, 2023, 3:29 PM IST

গুয়াহাটি, 23 মার্চ:নিজের রাজ্য়ের বিধায়কের কীর্তির জন্য অসমের মানুষের কাছে ক্ষমা চাইলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে (Eknath Shinde apologise to Assam) ৷ তবে, যাঁর জন্য মুখ্যমন্ত্রীকে মাথানত করতে হল, সেই বিধায়ক বাচ্চু কুণ্ডু কিন্তু এখনও পর্যন্ত নিজের বিতর্কিত মন্তব্য (Bachchu Kundu controversial comment on Dog Meat) নিয়ে উচ্চবাচ্য করেননি ! এই বাচ্চু কুণ্ডু প্রহার জনশক্তি পার্টির নেতা ও বিধায়ক ৷ একনাথ শিণ্ডে সরকারের অন্যতম সদস্য ৷ সম্প্রতি বিধানসভায় দাঁড়িয়ে তিনি বলেন, "অসমের মানুষ কুকুরে মাংস খান ৷ তাই মহারাষ্ট্রের রাস্তায় ক্রমশ বেড়ে চলা কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণ করতে সেগুলিকে ধরে অসমে পাঠিয়ে দেওয়া হোক ৷ ওখানে কুকুরের মাংসের বিরাট চাহিদা রয়েছে ৷"

এই ঘটনায় স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ হন অসমের মানুষ ৷ মহারাষ্ট্রের বিধায়কের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও ৷ নানা মহলে এ নিয়ে সমালোচনা শুরু হয় ৷ কিন্তু, বাচ্চু মুখে কুলুপ এঁটে রাখেন ! এর ফলে বাধ্য হয়েই আসরে নামতে হয় মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডেকে ৷ বিধায়কের হয়ে তিনিই অসমবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন ৷

বাচ্চু কুণ্ডুর মন্তব্য়ের প্রতিবাদে শুধুমাত্র রাজনৈতিক মহল নয়, সরব হয়েছে আমজনতা ৷ এমনকী, বিভিন্ন স্বেচ্ছাসেবী ও পশুপ্রেমী সংগঠনও এই মন্তব্যকে ধিক্কার জানিয়েছে ৷ অসম বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হলে, সেখানেও এ নিয়ে তর্ক, বিতর্ক হয় ৷ রাজ্যপালের ভাষণের মধ্যেই এই ইস্যুতে হাঙ্গামা শুরু করে দেন বিরোধী বিধায়করা ৷ এর জেরে মাঝপথেই ভাষণ শেষ করতে বাধ্য হন রাজ্যপাল ৷

আরও পড়ুন:মাংস বিক্রেতাকে মারধর করে মুখে প্রস্রাব করায় অভিযুক্ত পুলিশ

এতেও ক্ষান্ত হননি বিরোধীরা ৷ অধিবেশন কক্ষ ছেড়ে বাইরে বেরিয়ে যান তাঁরা ৷ পরবর্তীতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানান, এই ইস্যুতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডেকে সরাসরি চিঠি পাঠিয়েছেন তিনি ৷ সেই চিঠির ভিত্তিতে গত 19 মার্চ শিণ্ডে প্রতিশ্রুতি দেন, বিধায়ক বাচ্চু কুণ্ডু তাঁর মন্তব্য প্রত্য়াহার করে নেবেন ৷ অসমের মানুষের কাছে ক্ষমা চেয়ে বিবৃতিও প্রকাশ করবেন তিনি ৷ যদিও এখনও পর্যন্ত তেমন কিছুই করেননি বাচ্চু কুণ্ডু ৷

ABOUT THE AUTHOR

...view details