পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

15 জানুয়ারি ফের কৃষকদের সঙ্গে বৈঠক, সুপ্রিম কোর্টে বল ঠেলছে কেন্দ্র - সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্ট বললেও আন্দোলন প্রত্যাহার নয়, বললেন আন্দোলনরত কৃষকেরা ৷ কেন্দ্রের সঙ্গে পরবর্তী বৈঠক আগামী 15 তারিখ ৷

দিল্লি
দিল্লি

By

Published : Jan 9, 2021, 2:23 PM IST

দিল্লি, 9 জানুয়ারি : কৃষি আইন নিয়ে এবারে দেশের শীর্ষ আদালতের দিকে বল কেন্দ্রের ৷ কৃষি আইন সম্পর্কিত সমস্যা ছেড়ে দেওয়া হোক সুপ্রিম কোর্টের ওপর ৷ এমনই এবার চাইছে কেন্দ্র ৷ যা নিয়ে কৃষকদের বক্তব্য, নির্বাচিত সরকার সমস্যার সমাধান করতে পারছে না যা গণতন্ত্রের পক্ষে খুবই খারাপ ৷

শুক্রবার কৃষি আইন প্রসঙ্গে আন্দোলনরত কৃষদের সঙ্গে অষ্টম দফায় বৈঠকে বসে কেন্দ্র ৷ যদিও সেই বৈঠকে কোনও সমাধান সূত্র মেলেনি ৷ কৃষকদের তরফে স্পষ্ট বলা হয় যে, "আইন প্রত্যাহার হলেই ঘরে ফিরব ৷"

সূত্রের খবর শুক্রবারের বৈঠকে কেন্দ্রের তরফে বলা হয়, কৃষি আইন সারা দেশের জন্য লাগু হয়েছে ৷ শুধুমাত্র পঞ্জাব হরিয়ানার জন্য হয়নি ৷ অপরদিকে, আন্দোলনরত কৃষকেরা পালটা জানান, আইন প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে ৷ এরপরই দেশের শীর্ষ আদালতের দিকেই বল গড়াতে চাইছে কেন্দ্র ৷ যদিও, আন্দোলনরত কৃষকদের পালটা দাবি সুপ্রিম কোর্ট বললেও তাঁরা তাঁদের দাবি থেকে সরবেন না ৷ এমনকী, সুপ্রিম কোর্ট আন্দোলন প্রত্যাহারের কথা বললেও তাঁরা সরতে নারাজ বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তাঁরা ৷ কেন্দ্রের এই বক্তব্যের পর মহিলা কিষাণ অধিকার মঞ্চের নেত্রী কবিতা কুরুগান্তি বলেন, "গণতন্ত্রের পক্ষে এটা খুবই খারাপ দিন ৷ যখন একটি নির্বাচিত সরকার আলোচনার মাঝপথে বলে যে, সুপ্রিম কোর্ট বিষয়টির সমাধান করুক ৷"

আরও পড়ুন : "আইন প্রত্যাহার হলেই ঘরে ফিরব", অনড় আন্দোলনকারী কৃষকরা

প্রসঙ্গত, কেন্দ্রের তিনটি কৃষি আইন নিয়ে দফায় দফায় বৈঠকে বসেছে কেন্দ্র ও আন্দোলনরত কৃষকেরা ৷ যদিও এখনও পর্যন্ত বৈঠকে কোনও সমাধান সূত্র মেলেনি ৷ পরবর্তী বৈঠক হবে 15 জানুয়ারি ৷ বৈঠক সম্পর্কে এক কৃষক নেতা বলেন, "আমরা কেন্দ্রের সঙ্গে বৈঠকে কোনও আশা দেখছি না ৷ সরকার আইন বাতিলের পথে হাঁটছে না ৷ কিন্তু, আমরা আইন বাতিল ছাড়া কোনও কিছুই মানতে রাজি নই ৷" অপরদিকে, কেন্দ্রের শীর্ষ আদালতের রাস্তা দেখানোর বিষয়ে ক্রান্তিকারি কিষাণ ইউনিয়নের প্রেসিডেন্ট দর্শন পল বলেন, "সরকার চাইছে আমাদের শীর্ষ আদালতের দ্বারস্থ করতে ৷ কিন্তু, আমরা আমাদের মামলাটি আদালতে সামনে নিয়ে যেতে চাই না ৷ এমনকী সুপ্রিম কোর্ট যদি আন্দোলন প্রত্যাহারের কথা বলে, সেক্ষেত্রেও আমরা প্রত্যাহার করব না ৷ শান্তিপূর্ণভাবেই আমরা আন্দোলন চালিয়ে যাব ৷"

ABOUT THE AUTHOR

...view details