নয়াদিল্লি, 18 অগস্ট:8টিইউটিউব চ্যানেল বন্ধ করল ভারত সরকার ৷ বৃহস্পতিবার তথ্য় ও সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে টুইট করে জানানো হয় 8টি ইউটিউব চ্যানেল ব্লক করছে ভারত সরকার ৷ এর মধ্যে 7টি ভারতের, একটি পাকিস্তানের ৷ কেন্দ্রের দাবি ওই সমস্ত চ্যানেলের মাধ্যমে ভুয়ো এবং ভারত বিরোধী কনটেন্ট প্রচার করে টাকা রোজগার করছে চ্যানেগুলি ৷ এদের লক্ষ্য ভারতে বিভিন্ন ধর্ম এবং সম্প্রদায়ের মধ্যে ঘৃণা ছড়ানো ৷ তাই 2021-এর তথ্যপ্রযুক্তি আইন অনুযায়ী এই ইউটিউব চ্যানেলগুলিকে ব্লক করা হল বলে জানিয়েছে তথ্য মন্ত্রক (Eight YouTube channels blocked by Information and Broadcasting Ministry under IT Rules 2021) ৷
মন্ত্রক তাদের টুইটার হ্যান্ডেলে একটি প্রেস বিজ্ঞপ্তিও পোস্ট করেছে ৷ তথ্য ও সম্প্রচার মন্ত্রক ইমারজেন্সি পাওয়ারের আওতায় আইটি রুল 2021-এর নির্দেশ প্রয়োগ করছে 16 অগস্ট, 2022 তারিখে 8টি ইউটিউব চ্যানেল এবং একটি ফেসবুক অ্যাকাউন্ট, 2টি ফেসবুক পোস্টের উপর ৷ ব্লক করা ইউটিউব চ্যানেলগুলির ভিউয়ারের সংখ্যা 114 কোটিরও বেশি এবং সাবস্ক্রাইবারের সংখ্যা 85 লক্ষ ছাড়িয়ে গিয়েছে ৷
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর ইউটিউব চ্যানেলের গ্রাহক সংখ্যা ছাড়াল 1 কোটি
এই ইউটিউব চ্যানেলগুলিতে প্রচারিত ভিডিয়োয় বেশ কিছু মিথ্যে দাবি করা হয় ৷ শুধু তাই নয় কেন্দ্রীয় সরকার মনে করছে এই ধরনের খবর বন্ধ করা না গেলে দেশের আইন ও শৃঙ্খলা পরিস্থিতির অবনতির যথেষ্ট আশঙ্কা আছে ৷ চ্যানেগুলিতে ভারতীয় সেনাবাহিনী থেকে শুরু করে জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি নিয়েও নানা ভুয়ো খবর প্রচার করা হত বলে জানা গিয়েছে ৷ দেশের নিরাপত্তার দিক দিয়ে সম্পূর্ণরূপে মিথ্যে এবং স্পর্শকাতর এই খবরগুলি অন্য দেশের সঙ্গে ভারতের সম্পর্কে প্রভাব ফেলতে পারে ৷
ব্লক হওয়া চ্যানেলের তালিকা (YouTube Channels):
মিডিয়া স্ট্যাটিসটিক্স (Media Statistics)