বেগুসরাই, 13 নভেম্বর: ধর্ষণ করে খুন বিহারের বেগুসরাইয়ে ৷ ঘটনাটি জেলার নিমা চাঁদপুরা থানা এলাকায় বলে জানা গিয়েছে। আট বছরের এক নাবালিকাকে সেখানে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় কলাবাগানের একটি গর্ত থেকে ওই নাবালিকার দেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। পরিবারের সদস্যদের অভিযোগ, ধর্ষণের পর মেয়েটিকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মেয়েটি তার মামাবাড়িতে থাকত। সোমবার সকালে সে কলাবাগানে পাতা কাটতে যায়। অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পরেও সে বাড়ি না-ফেরায় পরিবারের লোকেদের সন্দেহ হয়। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও নাবালিকার কোনও সন্ধান পায়নি। পরে কলা বাগান থেকে মেয়েটির দেহ উদ্ধার করা হয় বলে খবর। ঘটনার পর স্থানীয় এবং পরিবারের সদস্যদের মধ্যে উত্তেজনা ছড়ায় ৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং তদন্ত শুরু করেছে। মৃতের কাকা বলেন, "সে সকালে কলা পাতা কাটতে বাড়ি থেকে বের হয়েছিল। ঘণ্টাখানেক পরেও বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করি আমরা ৷ তিন ঘণ্টা পর দেহ পাওয়া যায়। ধর্ষণ করে কেউ ওকে খুন করেছে।"