পানাজি, 14 সেপ্টেম্বর: গোয়ায় বড় ধাক্কা খেল কংগ্রেস (Big Blow to Goa Congress) ৷ ছোট্ট এই রাজ্যে তাদের বিধায়ক সংখ্যা 11 ৷ বুধবার সেই 11 জনের মধ্যে আটজনই পৌঁছে যান বিধানসভা ভবন চত্বরে ৷ আট বিধায়কই কংগ্রেস ছেড়ে হাতে পদ্মফুল তুলে নিলেন ৷ আটজনই দল বদলে নাম লেখালেন বিজেপি-তে ! ওয়াকিবহাল মহলের একাংশের মতে, এই সিদ্ধান্ত তাৎক্ষণিক নয় ৷ গত প্রায় দু'মাস ধরে এই দলবদলের সলতে পাকানোর কাজ চলছিল ৷
যাঁরা শিবির বদলাচ্ছেন বলে খবর, তাঁদের মধ্যে অন্যতম হলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগম্বর কামত (Digambar Kamat) ৷ সঙ্গে রয়েছে বিধানসভার বিরোধী দলনেতা মাইকেল লোবো (Michael Lobo), তাঁর স্ত্রী ডেলিনা লোবো-সহ আরও পাঁচ বিধায়ক ৷ এদিন যে কংগ্রেস বিধায়করা সেখানে পৌঁছন, সেই দলে উপরোক্ত তিনজন ছাড়াও ছিলেন কেদার নায়েক, রুডোলফো ফার্নান্ডেজ, রাজ্যের প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী অ্যালেক্সিও সিকুইরিয়া, রাজেশ ফল দেশাই এবং সংকল্প আমোনকর ৷
আরও পড়ুন:বিজেপিতে যোগ দিলেই 40 কোটি ! গোয়ায় কংগ্রেসের ভাঙনে তৎপর সোনিয়া
প্রসঙ্গত, এর আগেও গোয়ায় এই ঘটনা ঘটেছিল ৷ 2019 সালে কংগ্রেসের 10 জন বিধায়ক এবং মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি (Maharashtrawadi Gomantak Party) বা এমজিপি (MGP)-এর দু'জন বিধায়ক তাঁদের পুরনো দল ছেড়ে বিজেপি-এর সঙ্গে 'মিশে' গিয়েছিলেন ! তবে, সেটা ছিল আগের সরকারের সময়কার ঘটনা ৷ সেই সময় গোয়া বিধানসভার 40টি আসনের মধ্যে 33টিই বিজেপি-এর দখলে চলে গিয়েছিল ৷
এরপর চলতি বছরের 14 ফেব্রুয়ারি গোয়ায় বিধানসভা নির্বাচন হয় ৷ সেই ভোটে বিজেপি-এর টিকিটে লড়ে জয়ী হন 20 জন ৷ অন্যদিকে, কংগ্রেসের দখলে আসে 11টি আসন ৷ এবার সেই 11 জনের মধ্যেই আটজন চলে যাচ্ছেন বিজেপি-তে ৷ এই ঘটনাকে উনিশের ঘটনার পুনরাবৃত্তি হিসাবেই দেখছে রাজনৈতিক মহল ৷ উল্লেখ্য, এর আগে উত্তর-পূর্ব ভারতেও কংগ্রেস ছেড়ে বিধায়কদের বিজেপি-তে 'মিশে' যাওয়ার ঘটনা ঘটেছে ৷ প্রসঙ্গত, দলের সংগঠন মজবুত করতে 'ভারত জোড়ো যাত্রা' শুরু করেছে কংগ্রেস ৷ স্বয়ং রাহুল গান্ধি তার সূচনা করেছেন ৷ তারপরও যে ভাঙন ঠেকানো যাচ্ছে না, গোয়ার ঘটনাই তার প্রমাণ বলে মনে করা হচ্ছে ৷