পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Covishield : ইউরোপীয় ইউনিয়নের আটটি দেশে স্বীকৃতি পেল সেরামের কোভিশিল্ড - গ্রিন পাস

সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার (Serum Institute of India) বড় সাফল্য ৷ ইউরোপীয় ইউনিয়নের অন্তর্গত আটটি দেশ করোনার টিকা হিসাবে এসআইআই-এর (SII) তৈরি কোভিশিল্ডকে (Covishield) স্বীকৃতি দিল ৷ এই আটটি দেশের মধ্যে রয়েছে জার্মানি, স্লোভেনিয়া, অস্ট্রিয়া, গ্রিস, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, স্পেন এবং সুইৎজারল্যান্ড ৷ তাদের স্বীকৃত করোনা টিকার তালিকায় জায়গা করে নিয়েছে ভারতের কোভিশিল্ড ৷

eight European Union countries recognized SII's Covishield as Covid Vaccine
Covishield : ইউরোপীয় ইউনিয়নের আটটি দেশে স্বীকৃতি পেল সেরামের কোভিশিল্ড

By

Published : Jul 1, 2021, 12:46 PM IST

Updated : Jul 1, 2021, 2:04 PM IST

নয়াদিল্লি, 1 জুলাই : সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার (Serum Institute of India) বড় জয় ৷ ইউরোপীয় ইউনিয়নের (European Union) অন্তর্গত আটটি দেশ করোনার টিকা হিসাবে এসআইআই-এর (SII) তৈরি কোভিশিল্ডকে (Covishield) স্বীকৃতি দিল ৷ এই আটটি দেশের মধ্যে রয়েছে জার্মানি, স্লোভেনিয়া, অস্ট্রিয়া, গ্রিস, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, স্পেন এবং সুইৎজারল্যান্ড ৷ তাদের স্বীকৃত করোনা টিকার তালিকায় জায়গা করে নিয়েছে ভারতের কোভিশিল্ড ৷

ওয়াকিবহাল মহলের অনুমান, ইউরোপীয় ইউনিয়নের কোভিড টিকা সংক্রান্ত ‘গ্রিন পাস’ (Green Pass) নিয়ে ভারত সরকার কড়া অবস্থান নেওয়াতেই কোভিশিল্ডকে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে এই আটটি দেশ ৷ প্রসঙ্গত, এতদিন কোভিশিল্ডকে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত কোনও দেশই স্বীকৃতি না দেওয়া বিপাকে পড়েন ভারতের পর্যটকরা ৷ করোনার টিকা নেওয়া সত্ত্বেও তাঁদের ওই দেশগুলিতে ঢোকার অনুমতি ছিল না ৷ বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সেরামের কর্ণধার আদর পুনাওয়ালাও (Adar Poonawalla) ৷ সমস্য়া সমাধানে সর্বোচ্চস্তরে এ নিয়ে আলোচনা করারও প্রতিশ্রুতি দেন তিনি ৷

আরও পড়ুন :Covishield : ইউরোপীয় ইউনিয়নের স্বীকৃতি আদায়ে উদ্যোগী আদর পুনাওয়ালা

এরপর বুধবার ভারত সরকারের তরফে ইউরোপীয় ইউনিয়নকে কড়া বার্তা দেওয়া হয় ৷ সাফ জানিয়ে দেওয়া হয়, ভারত ইউরোপীয় ইউনিয়নের করোনা টিকা সংক্রান্ত গ্রিন পাসকে (Green Pass) তখনই গ্রাহ্য করবে, যখন তাদের অন্তর্ভুক্ত 27টি সদস্য দেশ ভারতের করোনা টিকাকে স্বীকৃতি দেবে ৷ এক্ষেত্রে ভারত সরকারের তরফে কোভিশিল্ডের পাশাপাশি ভারত বায়োটেকের (Bharat Biotech) তৈরি কোভ্য়াকসিনের (Covaxin) জন্যও স্বীকৃতি চাওয়া হয় ৷

নয়াদিল্লির পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয়, কোভিশিল্ড ও কোভ্য়াকসিনকে স্বীকৃতি না দেওয়া হলে গ্রিন পাস থাকা সত্ত্বেও ইউরোপীয় ইউনিয়নের যে কোনও দেশের নাগরিককেই ভারতে আসার পর বাধ্যতামূলক কোয়াব়ান্টিনে থাকতে হবে ৷ এরপরই টনক নড়ে ইউরোপীয় ইউনিয়নের ৷ প্রাথমিকভাবে আটটি দেশের করোনার স্বীকৃত টিকার তালিকায় জায়গা দেওয়া হয় কোভিশিল্ডকে ৷

সূত্রের খবর, গোটা বিষয়টি নিয়ে ইউরোপিয়ান মেডিসিন এজেন্সির (European Medicines Agency) পাশাপাশি ফ্রান্সের সঙ্গেও আলোচনা চালিয়ে যাচ্ছে ভারত সরকার ৷ যাতে অন্যান্য দেশও করোনা টিকার ভারতীয় সংস্করণগুলিকে স্বীকৃতি দেয় ৷ এক্ষেত্রে প্রত্যেকটি দেশকে আলাদা আলাদাভাবেও সিদ্ধান্ত নেওয়ার আবেদন জানিয়েছে ভারত ৷ ইউরোপীয় ইউনিয়নের এক আধিকারিক জানিয়েছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organisation) অর্থাৎ হু-স্বীকৃত (WHO) যে কোনও টিকা অথবা করোনার অন্য কোনও টিকাকে ইইউ-য়ের যেকোনও দেশ জাতীয়স্তরে স্বীকৃতি দিতে পারে ৷ তাতে আইনত কোনও সমস্য়া নেই ৷

আরও পড়ুন :কোভিশিল্ড ও ফাইজারের সম্মিলিত ডোজ কোভিড রুখতে বেশি কার্যকরী : রিপোর্ট

সূত্রের খবর, এই দড়ি টানাটানির মধ্যেই ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশগুলিকে আরও একটি অনুরোধ করেছে ভারত সরকার ৷ কেন্দ্রের তৈরি কোউইন পোর্টাল (CoWIN portal) ভারতের নাগরিকদের জন্য টিকাকরণের যে শংসাপত্র ইস্যু করছে, তাকেও ইউরোপীয় ইউনিয়নে স্বীকৃতি দেওয়ার আর্জি জানানো হয়েছে ৷

Last Updated : Jul 1, 2021, 2:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details