হায়দরাবাদ, 8 মার্চ:আজ নারী দিবস ! কিন্তু নারীদের কি সত্যিই আলাদা করে কোনও দিনের প্রয়োজন ? 365 দিন সমাজ বা পরিবার, দক্ষ হাতে সামলে চলেছেন তাঁরা । এরকমই 8 নারীকে খোঁজা চেষ্টা, জানুন কেন তাঁরা 'বস' । সমাজে যাদের নাম বা মুখ পরিচিত না-হলেও বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য ছাপ রেখে গিয়েছেন তাঁরা (Eight Dynamic Women Leaders who are Breaking Barriers) ।
1. শ্রদ্ধা দেশাই: আয়ুধারা অ্যাগ্রোফুডের সিইও এবং প্রতিষ্ঠাতা । একটি জনপ্রিয় ই-কমার্স ব্র্যান্ড । ক্রেতাদের মাথায় 'স্বাস্থ্যকর' শব্দটি ঢুকিয়ে দিতে পেরেছে আয়ুধরা অ্যাগ্রোফুড । এটি শুধুমাত্র তাদের ব্যান্ডিংয়ের জোরেই নয়, বিভিন্ন কম্পানির রিপোর্ট বলছে, তারা তেলের জন্য শুধুমাত্র সর্বোচ্চ মানের তৈলবীজই ব্যবহার করে । যা সরাসরি ছোট-বড় কৃষকদের কাছ থেকে কেনা হয় ।
2. রেশমি উপাধ্যায়: রেশমি একজন শিক্ষাবিদ, সামাজিক কর্মী । এছাড়াও তাঁর বিভিন্ন পরিচয় রয়েছে । দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তীর্ণ হওয়ার পর এমবিএ করেন । বর্তমানে মুম্বই বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট অফ ফিলোজফিতে ভর্তি হওয়ার পরিকল্পনা করছেন তিনি । রেশমির স্বপ্ন জাতিপ্রথা ঘুচিয়ে দেওয়া। দেশের শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদান ও নারীর ক্ষমতায়ন করা। এটির জন্য তিনি একটি কোর্স ডিজাইন করেছেন । সাই লীলা ফাউন্ডেশনের মাধ্যমে শিক্ষার্থীদের 100 শতাংশ চাকরির দিশা দেখানোর কাজ করছেন তিনি ।
3. ডঃ সোহিনী শাস্ত্রী: সোহিনী একজন বৈদিক জ্যোতিষী, সমাজসেবী এবং জীবন প্রশিক্ষক। কয়েক দশক ধরেই জ্যোতিষশাস্ত্রীয় ভবিষ্যদ্বাণী এবং মহাজাগতিক শক্তি-সহ হাজার হাজার অনুসারীদের সহায়তা করেছেন তিনি । দু'বার রাষ্ট্রপতি সম্মানেও ভূষিত হয়েছেন তিনি । সমাজে তাঁর অবদানের জন্য ন্যাশনাল আমেরিকান ইউনিভার্সিটি-সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় তাকে ডক্টরেট এবং ডি.লিটে সম্মানিত করেছে । চ্যাম্পিয়ন অফ চেঞ্জ, প্রাইড অফ নেশন, ইন্ডিয়ান অ্যাচিভারস অ্যাওয়ার্ড, ফেমিনা ব্র্যান্ড অ্যাওয়ার্ড-সহ একাধিক পুরস্কার রয়েছে তাঁর ঝুলিতে ।
4. অনুজা রিদম ওয়াঘোলিকার:গুজরাতের সুরাতে জন্ম অনুজার । শিল্প, সংস্কৃতি এবং খাদ্য সমালোচনার প্রতি তার ঝোঁক আশ্চর্যরকম। তিনি রন্ধনপ্রণালী আবিষ্কার, হারিয়ে যাওয়া সংস্কৃতি খুঁজে বের করা ও আঞ্চলিক লোককাহিনী পুনর্জীবিত করতে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন। সম্প্রতি তাঁর বই 'স্ট্রোকস অফ হারমনি' - ঊষা মঙ্গেশকর এবং দ্য মঙ্গেশকর পরিবারের আঁকা ছবিগুলির একটি সংকলন উপমহাদেশ এবং বিদেশেও তাঁর নামডাক বাড়িয়েছে । সাম্প্রতিক সময়ে বইটি বেশ কয়েকটি পুরস্কার পেয়েছে ।