পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Lakhimpur Kheri Road Accident: লখিমপুর খেরিতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত 8, আহত 24 - Lakhimpur Road Accident

উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে পথ দুর্ঘটনায় মৃত 8, আহত 24 ৷ ঘটনায় শোক প্রকাশ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Lakhimpur Kheri Road Accident) ৷

Lakhimpur Kheri Road Accident
লখিমপুর খেরিতে মর্মান্তিক পথ দুর্ঘটনা

By

Published : Sep 28, 2022, 11:46 AM IST

লখিমপুর খেরি, 28 সেপ্টেম্বর: ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল আটজনের ৷ বুধবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে ৷ ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Lakhimpur Kheri Road Accident) ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল সাড়ে 7টা নাগাদ ধৌরাহারা থেকে 50 জন যাত্রী নিয়ে ঈসানগর থানার আওতাধীন খামারিয়া পুলিশ চৌকির কাছে বেসরকারি বাসটি লখিমপুরের দিকে আসছিল । লখিমপুর থেকে বাহরাইচগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় । দুর্ঘটনার পরই বাস যাত্রীরা ছিটকে পড়েন ৷ দুর্ঘটনায় পর ঘটনাস্থলেই মারা যান আটজন ৷ প্রায় 24 জন রোগী গুরুতর আহত হয় বলে খবর । তাঁদের চিকিৎসা চলছে ৷ পুলিশ উদ্ধারকাজে হাত লাগায় ৷

আরও পড়ুন:রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া হাওড়ায়, মায়ের দেহ আগলে বসে মেয়ে

ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় । ডিএম মহেন্দ্র বাহাদুর সিং এবং এসপি সঞ্জীব সুমনও ঘটনাস্থলে পরিদর্শনে আসেন । উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ লখিমপুর খেরি জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে মৃতদের শান্তি কামনা করেছেন ।

আরও পড়ুন:বাপের বাড়ি যেতে বাধা, রাগের চোটে একটানে শ্বশুরের অণ্ডকোষ ছিঁড়লেন বধূ

এর পাশাপাশি মুখ্যমন্ত্রী যোগী জেলা প্রশাসনের আধিকারিকদের যথাযথ চিকিৎসা করার নির্দেশ দিয়েছেন । তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনাও করেন । সেই সঙ্গে ডিএম ও ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকদের উদ্ধার কাজে গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন ৷

ABOUT THE AUTHOR

...view details