নয়াদিল্লি, 17 সেপ্টেম্বর:নামিবিয়া থেকে আজ সকালে ভারতে এল আটটি চিতা (Eight cheetahs from Namibia arrive in India) । বিশেষ চার্টার্ড কার্গো বোয়িং 747 (Special chartered cargo plane Boeing 747) বিমানে চিতাগুলি ভারতে এসে পৌঁছল ৷ গোয়ালিয়রের ভারতীয় বিমান বাহিনী স্টেশনে এসে ফ্লাইটটি অবতরণ করেছে ।
সরকারি সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে নামিবিয়া থেকে আটটি চিতা বহনকারী বিশেষ কার্গো বিমানটি মধ্যপ্রদেশের গোয়ালিয়রের উদ্দেশ্যে রওনা দেয় ৷ আজ প্রধানমন্ত্রীর 72তম জন্মদিন উপলক্ষ্যে দক্ষিণ আফ্রিকার নামিবিয়া থেকে চিতাগুলি ভারতে এল (PM Narendra Modi turns 72) ৷ সকাল 10.45 মিনিটে তিনটি চিতাকে মোদি পার্কের কোয়ারেন্টাইন সেন্টারে ছেড়ে দেবেন ।
প্রসঙ্গত, সেই 1952 সালে দেশে চিতাকে বিলুপ্ত বলে ঘোষণা করা হয়েছিল । জানা যায়, শেষ কয়েকটি চিতাকে শিকার করে হত্যা করেন অধুনা ছত্তিশগড়ের সুরগুজা স্টেটের রাজা মহারাজা রামানুজ প্রতাপ সিং দেও ৷ তারপরই চিতাকে দেশে বিলুপ্ত বলে ঘোষণা করা হয় ৷ এবার প্রায় 70 বছর বাদে দেশে আবার চিতা এল (PM Narendra Modi to release three Cheetahs in Kuno National Park in Madhya Pradesh) ৷