নয়াদিল্লি, 27 নভেম্বর: আগামী বছর গণতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসছেন ইজিপ্টের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল-সিসি ৷ বিদেশ মন্ত্রকের তরফে এই খবর জানানো হয়েছে (Indian Republic Day Guest) ৷
বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, "এই প্রথম ইজিপ্টের প্রেসিডেন্ট গণতন্ত্র দিবসের অনুষ্ঠানে (Indian Republic day 2023) ভারতে মুখ্য অতিথি হয়ে আসছেন ৷" জানা গিয়েছে, 26 জানুয়ারির অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ইজিপ্টের প্রেসিডেন্টকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণপত্র পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ গত 16 অক্টোবর বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সেই চিঠি তুলে দেন আবদেল ফাতাহ আল-সিসি'র হাতে (Egypt president Abdel Fattah al-Sisi) ৷