নয়াদিল্লি, 8 ফেব্রুয়ারি:কোভিড 19-এর বিরুদ্ধে ভারতের লড়াইকে কুর্নিশ করেছে গোটা বিশ্ব (PM Modi in Rajya Sabha) ৷ বাজেট অধিবেশনে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণের ধন্যবাদজ্ঞাপন বক্তৃতায় রাজ্যসভায় একথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi speech in Rajya Sabha) ৷ কোভিড পরিস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দল রাজনৈতিক স্বার্থপরতার পরিচয় দিয়েছে বলে বিরোধীদের উদ্দেশে তোপ দাগেন তিনি ৷
কোভিড বৈঠক বয়কট নিয়ে এদিন সংসদে বিরোধীদের একহাত নেন প্রধানমন্ত্রী (PM Modi on covid) ৷ রাজ্যসভায় তিনি বলেন, "কিছু মানুষের আত্মসমালোচনা করা প্রয়োজন ৷ করোনা নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছিল ৷ সেখানে সরকারের সবিস্তার পরিস্থিতি তুলে ধরার কথা ছিল ৷ তবে সেই বৈঠকে যোগ না দেওয়ার জন্য রাজনৈতিক দলগুলিকে বোঝানোর চেষ্টা হয়েছে ৷ তারা নিজেরাও বৈঠকে আসেনি ৷ সর্বদলীয় বৈঠক বয়কট করা হয়েছে ৷" মোদির কথায়, "এটা দেশের ও মানবতার সংকট, তবুও তারা এল না ? আমি জানি না, কে আপনাদের পরামর্শ দিচ্ছে ? তবে তারা আপনার আরও ক্ষতি করছে ৷ পরের দিনের খবরের কাগজটা খুলে দেখুন, আপনি যা করেছেন তা দেশজুড়ে নিন্দিত হয়েছে ৷"
আরও পড়ুন:Modi Attacks Congress-Rahul : নেহরুকে সামনে রেখে রাহুলকে নিশানা মোদির
এ প্রসঙ্গে এনসিপি প্রধান শরদ পাওয়ারের ভূমিকার প্রশংসা করে মোদি বলেছেন, "আমি শরদ রাও (শরদ পাওয়ার)-কে আমার কৃতজ্ঞতা জানাই ৷ তিনি বলেছিলেন যে এটা ইউপিএ-র সিদ্ধান্ত নয় ৷ তিনি যতজনের সঙ্গে সম্ভব এ বিষয়ে কথা বলবেন ৷ তিনি, তৃণমূল ও অন্যান্য কয়েকটি দল বৈঠকে যোগ দিয়েছিল...এই সংকট গোটা মানবজাতির, তবুও আপনি বৈঠক বয়কট করলেন ৷"
কোভিড সংকটের সময়ে সরকারের তরফে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা তুলে ধরেন প্রধানমন্ত্রী মোদি ৷ তিনি বলেন, "করোনার সময়েও গ্রামাঞ্চলের 5 কোটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে কলের বিশুদ্ধ পানীয় জল ৷ দেশে 100 শতাংশ টিকাকরণ সম্পূর্ণ করতে আমরা দ্রুততার সঙ্গে কাজ করছি ৷ করোনার সময়েও কর্মসংস্থান সৃষ্টি করতে সরকার ইনফ্রা প্রজেক্টগুলির উপর জোর দিয়েছে ৷" পাশাপাশি লকডাউনের সময়ে কৃষিকে ছাড় দেওয়ার সাহসী সিদ্ধান্তের জন্যই প্যানডেমিকের সময়েও উৎপাদন খুব ভাল হয়েছে বলে দাবি প্রধানমন্ত্রীর ৷
আরও পড়ুন :PM Modi Criticises Congress : এত হেরেও কংগ্রেসের অহঙ্কার যায়নি, কটাক্ষ প্রধানমন্ত্রীর
গোটা বিশ্ব কোভিডের বিরুদ্ধে ভারতের লড়াইয়ের প্রশংসা করেছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী ৷ বলেছেন, "যখন কোভিড 19 শুরু হয়, তখনই আলোচনায় উঠে এসেছিল যে ভারতে এটি আসতে চলেছে ৷ ভারতে এই ভাইরাস ছড়িয়ে পড়ার প্রভাব বিশ্বের উপর কী ভাবে পড়বে, সেই নিয়েও আলোচনা হয়েছিল ৷ তবে দেশের 130 কোটি জনগণের ইচ্ছেশক্তি ও একনিষ্ঠতার জোরে বিশ্বজুড়ে ভারতের প্রচেষ্টা প্রশংসিত হয়েছে ৷" কোভিড পরিস্থিতিতে যুব সম্প্রদায়ের অবদানকে কুর্নিশ জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন যে, তারা দেশকে গর্বিত করেছে ৷