পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোভিড পরবর্তী সমস্যা নিয়ে হাসপাতালে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল

হাসপাতালে ভর্তি হলেন শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক ৷ কিছুদিন আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন ৷ সেরে উঠেছিলেন ৷ তবে এদিন করোনা পরবর্তী সমস্যা নিয়ে এইমসে ভর্তি হয়েছেন তিনি ৷

By

Published : Jun 1, 2021, 12:37 PM IST

Updated : Jun 1, 2021, 1:11 PM IST

শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল
শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল

নয়া দিল্লি, 1 জুন : হাসপাতালে রমেশ পোখরিয়াল নিশাঙ্ক ৷ কোভিড পরবর্তী সমস্যাজনিত কারণে এইমসে ভর্তি করা হল শিক্ষামন্ত্রীকে ৷ মঙ্গলবার সকাল সাড়ে এগারোটা নাগাদ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ সেখানেই প্রাইভেট ওয়ার্ডে তাঁর চিকিৎসা চলছে ৷

মাস দেড়েক আগেই এপ্রিলের তৃতীয় সপ্তাহ নাগাদ কোভিডে আক্রান্ত হয়েছিলেন একষট্টি বছর বয়সী এই মন্ত্রী ৷ তখনও তাঁকে এইমসেই ভর্তি করা হয় ৷ তারপর সেরেও ওঠেন ৷ তবে ফের সমস্যা শুরু হয় ৷ তারপর এদিন বেলার দিকে তাঁকে ফের এইমসে ভর্তি করা হয়েছে ৷

দ্বাদশ শ্রেণির পরীক্ষা সংক্রান্ত বিষয়ে পড়ুয়াদের উদ্দেশে এদিন তাঁর বক্তব্য রাখার কথা ছিল ৷ গোটা দেশের কয়েক লক্ষ স্কুল পড়ুয়া তার অপেক্ষাতেই ছিল ৷ করোনা পরিস্থিতিতে বোর্ডের পরীক্ষা নিয়ে নানা ধন্দ তৈরি হয়েছে ৷ পোখরিয়াল 23 মে পড়ুয়াদের উদ্দেশে টুইটারে একটি ভিডিয়ো বার্তা দেন ৷ সেখানেই তিনি 1 জুন অর্থাৎ আজ পরবর্তী পদক্ষেপ এবং সে সংক্রান্ত পড়ুয়াদের প্রশ্নের উত্তরও দেবেন বলে কথা দিয়েছিলেন ৷ তবে তার আগেই তাঁকে হাসপাতালে ভর্তি করতে হল ৷

আরও পড়ুন : 9 এপ্রিলের পর দেশে 3 হাজারের নিচে নামল দৈনিক মৃত্যু, কমল সংক্রমণও

Last Updated : Jun 1, 2021, 1:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details