নয়াদিল্লি, 29 জানুয়ারি : 26 জানুয়ারি কৃষকদের ট্রাক্টর মিছিলে হিংসা ও লালকেল্লায় জাতীয় পতাকার অবমাননার খবর সম্প্রচার করায় যেভাবে সাংবাদিকদের একাংশের উপর আইনি খাঁড়া নেমে এসেছে, তার তীব্র প্রতিবাদ জানাল এডিটর্স গিল্ড৷ শুক্রবার এই প্রসঙ্গে গিল্ডের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়৷ তাতে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর-গুলি অবিলম্বে প্রত্যাহারের দাবি তোলা হয়েছে৷ তা না হলে সাংবাদিকদের পক্ষে নির্ভয়ে কাজ করা সম্ভব নয় বলেই মনে করছেন গিল্ডের সদস্য়রা৷ তাঁদের মতে, এই ঘটনায় সংবাদমাধ্য়মকে আতঙ্কিত ও হেনস্থা করার, তার টুঁটি চেপে ধরার চেষ্টা করা হয়েছে৷
প্রসঙ্গত, 26 জানুয়ারির অশান্তির পর কংগ্রেস সাংসদ শশী থারুর-সহ একাধিক সাংবাদিকের বিরুদ্ধে এফআইআর রুজু হয়েছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশে৷ অভিযুক্তদের তালিকায় রয়েছেন রাজদীপ সারদেশাই, মৃণাল পাণ্ডে, জাফর আঘা, অনন্ত নাথ এবং বিনোদ জোশের মতো স্বনামধন্য়রাও৷ ট্রাক্টর মিছিলে হিংসা প্রসঙ্গে টুইট করাতেই তাঁদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে একের পর এক অভিযোগ৷
ঘটনায় দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে৷ মুখ খুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ও৷ রাজদীপ সারদেশাইয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের প্রসঙ্গে তাঁর টুইট, ‘‘গণতন্ত্রে আমাদের আওয়াজ তুলতেই হবে৷ আর সংবাদমাধ্য়ম গণতন্ত্রের অন্য়তম স্তম্ভ৷’’