মুম্বই, 27 জুন: জমি দুর্নীতি মামলায় শিবসেনার জাতীয় মুখপাত্র সঞ্জয় রাউতকে তলব করল ইডি (ED Summons Shiv Sena Leader Sanjay Raut in Land Scam Case) ৷ সোমবার সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে ৷ আগামী 28 জুন তাঁকে মুম্বইয়ে ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে ৷ এ নিয়ে রাজনৈতিক মহলে কানাঘুষো, মহারাষ্ট্র সরকারে যে সংকট তৈরি হয়েছে, সেখানে শিবসেনাকে চাপে ফেলতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করা হচ্ছে ৷
মহা বিকাশ আঘাড়ি সরকারে বর্তমানে সংকটের ছায়া (Maharashtra Crisis) ৷ একনাথ শিন্ডের নেতৃত্বে বিদ্রোহের পথে হেঁটেছেন 39 জন বিধায়ক ৷ সঙ্গে আরও 11 জন নির্দল বিধায়ক রয়েছেন ৷ এই পরিস্থিতিতে শিন্ডে দাবি করেছে, সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে উদ্ধব ঠাকরের সরকার ৷ সূত্রের খবর, গোপনে মহারাষ্ট্র বিজেপির সভাপতি দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে বৈঠকও করেছেন একনাথ শিন্ডে ৷ এ সবের মধ্যেই এ দিন শিবসেনার জাতীয় মুখপাত্র সঞ্জয় রাউতকে জিজ্ঞসাবাদের জন্য তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷