নয়াদিল্লি, 21 জুন :ন্যাশনাল হেরাল্ড পত্রিকার সঙ্গে জড়িত আর্থিক তছরূপের মামলায় রাহুলকে আজ ফের তলব করেছে ইডি ৷ সোমবার রাত 12 বারোটার পর অর্থাৎ মঙ্গলবার এপিজে আবদুল কালাম রোডের অফিস থেকে তাঁর গাড়ি বেরতে দেখা যায় ৷ এদিন তিনি সকাল 11টার একটু পরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসে যান ৷ তাঁর সঙ্গে ছিল 'জেড+' ক্যাটাগরির সিআরপিএফ নিরাপত্তা এসকর্ট ৷ দুপুরে এক ঘণ্টার জন্য বেরিয়েছিলেন সোনিয়া-পুত্র (ED summons Rahul Gandhi today for fifth time after 12 hours questioning) ৷ প্রায় বারো ঘণ্টারও বেশি সময় কংগ্রেস সাংসদকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি ৷
চারদিনে 40 ঘণ্টারও বেশি সময় ধরে কংগ্রেস সাংসদের রেকর্ড বয়ান করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট ৷ তাও আজ মঙ্গলবার তাঁকে ডেকে পাঠিয়েছে সংস্থা ৷ 13 জুন প্রথম রাহুল গান্ধি ইডি-র দফতরে হাজিরা দেন ৷