পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Rahul Gandhi ED Appearence : রাত সাড়ে বারোটায় ইডি অফিস ছাড়লেন রাহুল ! মঙ্গলবারও তলব - এপিজে আবদুল কালাম রোডে ইডি অফিস

সোমবার সকালে এপিজে আবদুল কালাম রোডে ইডি-র অফিসে ঢুকেছিলেন রাহুল গান্ধি ৷ তাঁর গাড়ি বেরলো রাত 12.30 টায় ৷ ন্যাশনাল হেরাল্ড পত্রিকা মামলায় 40 ঘণ্টারও বেশি সময় ধরে কংগ্রেস নেতা-সাংসদকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি ৷ আজ, 21 জুন সোনিয়া-পুত্রকে ফের ডেকে পাঠিয়েছে ইডি (Rahul Gandhi ED Appearence) ৷

ED Grills Rahul Gandhi
ন্যাশনাল হেরাল্ড পত্রিকায় রাহুলের বিরুদ্ধে মামলা

By

Published : Jun 21, 2022, 8:24 AM IST

নয়াদিল্লি, 21 জুন :ন্যাশনাল হেরাল্ড পত্রিকার সঙ্গে জড়িত আর্থিক তছরূপের মামলায় রাহুলকে আজ ফের তলব করেছে ইডি ৷ সোমবার রাত 12 বারোটার পর অর্থাৎ মঙ্গলবার এপিজে আবদুল কালাম রোডের অফিস থেকে তাঁর গাড়ি বেরতে দেখা যায় ৷ এদিন তিনি সকাল 11টার একটু পরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসে যান ৷ তাঁর সঙ্গে ছিল 'জেড+' ক্যাটাগরির সিআরপিএফ নিরাপত্তা এসকর্ট ৷ দুপুরে এক ঘণ্টার জন্য বেরিয়েছিলেন সোনিয়া-পুত্র (ED summons Rahul Gandhi today for fifth time after 12 hours questioning) ৷ প্রায় বারো ঘণ্টারও বেশি সময় কংগ্রেস সাংসদকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি ৷

চারদিনে 40 ঘণ্টারও বেশি সময় ধরে কংগ্রেস সাংসদের রেকর্ড বয়ান করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট ৷ তাও আজ মঙ্গলবার তাঁকে ডেকে পাঠিয়েছে সংস্থা ৷ 13 জুন প্রথম রাহুল গান্ধি ইডি-র দফতরে হাজিরা দেন ৷

আরও পড়ুন : এই নিয়ে চতুর্থবার ! ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুলকে আজ ফের জেরা ইডি-র

1938 সালে জওহরলাল নেহরু ন্যাশনাল হেরাল্ড পত্রিকা প্রকাশ করেন ৷ অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড এই পত্রিকার প্রকাশক সংস্থা ৷ আর্থিক দুরবস্থার কারণে পত্রিকার প্রকাশনা বন্ধ করে দেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি ৷ এদিকে 'ইয়ং ইন্ডিয়ান লিমিটেড' নামের একটি অলাভজনক কোম্পানি প্রতিষ্ঠা করা হয়, যা ন্যাশনাল হেরাল্ড পত্রিকার মালিক ৷ এর 76 শতাংশ শেয়ার সোনিয়া গান্ধি এবং রাহুল গান্ধির ৷ এই পত্রিকার সম্পত্তি, টাকা নয়ছয়ের অভিযোগে কংগ্রেস সাংসদ ও অন্তর্বর্তী সভানেত্রীর বিরুদ্ধে 'প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট'-এর আওতায় মামলা দায়ের করা হয়েছে ৷

সোমবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন সোনিয়া গান্ধি ৷ ইডি তাঁকে 23 জুন হাজিরার সমন পাঠিয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details