পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আবগারি দুর্নীতি মামলায় চতুর্থবার কেজরিওয়ালকে তলব ইডির - অরবিন্দ কেজরিওয়াল

ED Summons Arvind Kejriwal: তাঁকে গ্রেফতার করার চক্রান্ত চলছে, এই আশঙ্কায় এর আগে তিনবার ইডির হাজিরা এড়িয়ে গিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ তবে, ফের একবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Jan 13, 2024, 10:18 AM IST

নয়াদিল্লি, 13 জানুয়ারি: ফের একবার দিল্লি আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ এই নিয়ে চতুর্থবার তাঁকে ডাকা হল ৷ আগামী 18 জানুয়ারি দিল্লির মুখ্যমন্ত্রীকে ইডি জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে ৷ এর আগে তিনবার ইডির তলব এড়িয়ে যাওয়ায় হাতে সময় দিয়ে এবং সবরকমভাবে প্রস্তুতি নিয়ে কেজরিওয়ালকে ডাকা হয়েছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর ৷ উল্লেখ্য, তাঁকে গ্রেফতার করার চক্রান্ত চলছে, এই অভিযোগে এর আগে হাজিরা এড়িয়ে গিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল ৷

উল্লেখ্য, দিল্লির মুখ্যমন্ত্রীকে গত 3 জানুয়ারি আবগারি দুর্নীতি হাওয়ালা মারফৎ টাকা সরানোর মামলায় জিজ্ঞাসাবাদ করতে তলব করেছিল ইডি ৷ কিন্তু, প্রতিবারের মতো সেবারেও ইডির নোটিশকে বেআইনি ও রাজনৈতিকভাবে প্রভাবিত বলে অভিযোগ তুলেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী ৷ এর আগে গতবছর 2 নভেম্বর ও 21 ডিসেম্বর দু’বার কেজরিকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল ৷

আবগারি নীতি মামলায় কেজরিওয়ালের ডেপুটি অর্থাৎ, দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে আগেই গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ 2023-এর 9 মার্চ তাঁকে তিহাড় জেলে গিয়ে জিজ্ঞাসাবাদের পরেই গ্রেফতারের নোটিশ ইস্যু করা হয় ৷ গতবছর 26 ফেব্রুয়ারি দুর্নীতি মামলায় সিবিআই দফতরে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডাকা হয়েছিল ৷ সিবিআই অফিসে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পরেই সিসোদিয়াকে গ্রেফতার করা হয় ৷

2021-22 সালে দিল্লির কেজরিওয়াল সরকার নয়া আবগারি নীতি প্রণয়ন করে ৷ যে নীতিতে বিস্তর গলদ ও দুর্নীতির অভিযোগ ওঠে ৷ মূলত, এক শ্রেণির ব্যবসায়ীদের সুবিধা পাইয়ে দিতে ওই নীতি প্রণয়ন করা হয়েছিল বলে অভিযোগ ৷ প্রথমে এই মামলায় সিবিআই তদন্ত শুরু করে ৷ এরপর হাওয়ালা মারফৎ টাকা সরানোর বিষয়টি সামনে আসতেই ইডি'কে এই তদন্ত সামিল করা হয় ৷ উল্লেখ্য, এই দুর্নীতিতে দক্ষিণ ভারতের একটি চক্রের হদিশ পেয়েছিল সিবিআই ৷ এমনকী কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছিল ৷

আরও পড়ুন:

  1. লোকসভা ভোটের আগে তাঁকে গ্রেফতার করতে চায় বিজেপি, দাবি কেজরির
  2. আজই গ্রেফতার হতে পারেন অরবিন্দ কেজরিওয়াল! আশঙ্কা আপ মন্ত্রীদের
  3. দিল্লি আবগারি দুর্নীতি মামলায় তৃতীয়বার ইডি-র হাজির এড়ালেন কেজরিওয়াল

ABOUT THE AUTHOR

...view details