নয়াদিল্লি, 30 অক্টোবর:দিল্লির আবগারি দুর্নীতি মামলায় এবার দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে তলব করল ইডি ৷ 2 নভেম্বর তাঁকে ডেকে পাঠানো হয়েছে ৷ উল্লেখ্য, এর আগে এই মামলাতেই চলতি বছরের এপ্রিল মাসে কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই ৷ এবার তাঁকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ৷ এই মামলাতেই এর আগে সিবিআই-এর হাতে গ্রেফতার হয়েছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া ৷ এদিনই সুপ্রিম কোর্ট সিসোদিয়ার জামিনের আবেদন খারিজ করে দিয়েছে ৷ বিজেপি ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী পদে অরবিন্দ কেজরিওয়ালের পদত্যাগ দাবি করেছে ৷
দিল্লির এই আবগারি দুর্নীতি মামলায় প্রায় 338 কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে ৷ সিবিআই-এর তরফে এর আগেই আদালতে দাবি করা হয়েছে, দিল্লি সরকারের শীর্ষ কর্তারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত ৷ মণীশ সিসোদিয়া এই দুর্নীতিতে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বলে অভিযোগ ৷ তদন্তকারীদের দাবি, আপ সরকারের আমলে দিল্লির আবগারি নীতি এমনভাবে করা হয় যাতে কিছু ব্যবসায়ী সুবিধা পান ৷ ঘুষের বদলে ওই সুবিধা পাইয়ে দেওয়া হয় কিছু মদ ব্যবসায়ীকে ৷ ঘুষ বাবাদ ওই আর্থিক সুবিধা পেয়েছিলেন আপ সরকারের শীর্ষ কর্তারা ৷