পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ED Summons Arvind Kejriwal: দিল্লির আবগারি দুর্নীতি মামলায় এবার অরবিন্দ কেজরিওয়ালকে তলব ইডি'র - অরবিন্দ কেজরিওয়ালকে তলব ইডির

দিল্লির আবগারি দুর্নীতি মামলায় এর আগে সিবিআই তলব করেছিল অরবিন্দ কেজরিওয়ালকে ৷ এবার তাঁকে ডেকে পাঠাল ইডি ৷

ETV Bharat
অরবিন্দ কেজরিওয়াল

By ETV Bharat Bangla Team

Published : Oct 30, 2023, 10:07 PM IST

Updated : Oct 30, 2023, 10:57 PM IST

নয়াদিল্লি, 30 অক্টোবর:দিল্লির আবগারি দুর্নীতি মামলায় এবার দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে তলব করল ইডি ৷ 2 নভেম্বর তাঁকে ডেকে পাঠানো হয়েছে ৷ উল্লেখ্য, এর আগে এই মামলাতেই চলতি বছরের এপ্রিল মাসে কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই ৷ এবার তাঁকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ৷ এই মামলাতেই এর আগে সিবিআই-এর হাতে গ্রেফতার হয়েছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া ৷ এদিনই সুপ্রিম কোর্ট সিসোদিয়ার জামিনের আবেদন খারিজ করে দিয়েছে ৷ বিজেপি ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী পদে অরবিন্দ কেজরিওয়ালের পদত্যাগ দাবি করেছে ৷

দিল্লির এই আবগারি দুর্নীতি মামলায় প্রায় 338 কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে ৷ সিবিআই-এর তরফে এর আগেই আদালতে দাবি করা হয়েছে, দিল্লি সরকারের শীর্ষ কর্তারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত ৷ মণীশ সিসোদিয়া এই দুর্নীতিতে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বলে অভিযোগ ৷ তদন্তকারীদের দাবি, আপ সরকারের আমলে দিল্লির আবগারি নীতি এমনভাবে করা হয় যাতে কিছু ব্যবসায়ী সুবিধা পান ৷ ঘুষের বদলে ওই সুবিধা পাইয়ে দেওয়া হয় কিছু মদ ব্যবসায়ীকে ৷ ঘুষ বাবাদ ওই আর্থিক সুবিধা পেয়েছিলেন আপ সরকারের শীর্ষ কর্তারা ৷

অরবিন্দ কেজরিওয়ালকে এই ইডি তলবের তীব্র বিরোধিতা করা হয়েছে আম আদমি পার্টির তরফে ৷ এদিন দিল্লির মন্ত্রী তথা আপ নেতা সৌরভ ভরদ্বাজ বলেন, "কেন্দ্র সরকারের একমাত্র লক্ষ্য হল আপ'কে শেষ করা ৷ সেই উদ্দেশ্যেই মিথ্যা অভিযোগ এনে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জেলে পাঠানোর চক্রান্ত করা হচ্ছে ৷"

আরও পড়ুন: 'কেরলে বিস্ফোরণে দায়ী বিজয়নের মৌলবাদী-তোষণ নীতি,' আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রীর

অন্যদিকে দিল্লির বিজেপি নেতা হরিশ খুরানার দাবি, এই দুর্নীতি মামলায় মূল মাথা হলেন অরবিন্দ কেজরিওয়াল ৷ ইডি ডেকে পাঠানোয় এবার তাঁকে এই দুর্নীতি সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে ৷ সোমবার মণীশ সিসোদিয়ার জামিন সুপ্রিম কোর্টে খারিজ হয়ে যাওয়ার পর, অরবিন্দ কেজরিওয়ালকে ইডি'র এই তলব তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ৷

Last Updated : Oct 30, 2023, 10:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details