লখনউ, 15 অক্টোবর:আর্থিক তছরুপের মামলার তদন্তে নেমে উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মুখতার আনসারি এবং তাঁর ছেলে আব্বাসের বিরাট অঙ্কের সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির পরিমাণ আনুমানিক 73.43 লক্ষ টাকা। কেন্দ্রীয় তদন্ত সংস্থার তরফে বিবৃতি দিয়ে এমনটাই জানানো হয়েছে ৷ তাতে বলা হয়েছে, আব্বাসের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে গাজিপুরে অবস্থিত 1538 বর্গফুট জমি এবং তার ওপর নির্মিত বাণিজ্যিক ভবন । এর পাশাপাশি জাহাঙ্গিরাবাদ মৌজার 6020 বর্গফুট জমির একটি প্লটও বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা।
ইডির অভিযোগ, সরকারি হিসেব অনুযায়ী এই সম্পত্তিগুলির প্রকৃত মূল্য কমবেশি 6.23 কোটি টাকা ৷ তবে সম্পত্তিগুলি আব্বাস মাত্র 71.94 লক্ষ টাকা খরচ করে অধিগ্রহণ করেছিলেন। ইডি আরও বলেছে যে তারা মানি লন্ডারিং প্রতিরোধ আইন (পিএমএলএ) 2002-এর অধীনে মুখতারের ব্যাংক অ্যাকাউন্ট থেকে 1.5 লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে। মুখতার এবং তাঁর সহযোগীদের বিরুদ্ধে উত্তরপ্রদেশ পুলিশ একাধিক এফআইআর দায়ের করেছে ৷ তার উপর ভিত্তি করে ইডি আর্থিক তছরুপের মামলাটি করেছে । এবার মুখতারদের মোটা অঙ্কের সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি।