পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ED Action against Xiaomi : চিনা মোবাইল সংস্থার সাড়ে 5 হাজার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

মূলত এমআই ব্র্যান্ডেই ভারতে চিনা সংস্থা শাওমি (Chinese mobile company Xiaomi) মোবাইল ফোনের ব্যবসা করে ৷ সংস্থাটির বিরুদ্ধে আর্থিক জালিয়াতির অভিযোগ উঠেছে ৷

ED against Xiaomi
চিনা মোবাইল সংস্থার 5 হাজার কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

By

Published : Apr 30, 2022, 5:34 PM IST

নয়াদিল্লি, 30 এপ্রিল: বৈদেশিক মুদ্রা আইন (ইন্ডিয়ান ফরেন এক্সচেঞ্জ ল্য) না-মানার অভিযোগে চিনা বহুজাতিক মোবাইল প্রস্তুতকারী সংস্থা শাওমির বিপুল আর্থিক সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) ৷ এই সম্পত্তির মূল্য প্রায় 5 হাজার 551 কোটি টাকা (ED seizes rs 5,551 cr deposits of smartphone giant Xiaomi) ৷ শনিবার কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিটি-র তরফে এই কথা জানানো হয়েছে ৷ ইডি-র তরফে বলে হয়েছে, শাওমি টেকনোলজি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড যা মূলত শাওমি ইন্ডিয়া নামে পরিচিত, তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ মূলত এমআই ব্র্যান্ডেই ভারতে এই চিনা সংস্থাটি (Chinese mobile company Xiaomi) মোবাইল ফোনের ব্যবসা করে ৷

ইডি-র তরফে জানানো হয়েছে, বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে শাওমি ইন্ডিয়ার নামে 5551.27 কোটি টাকা ছিল, এর পুরোটাই বাজেয়াপ্ত হয়েছে ৷ ফেমা বা ফরেন এক্সচেঞ্চ ম্যানেজমেন্ট অ্যাক্টের আওতায় চিনা সংস্থাটির বিরুদ্ধে এই পদক্ষেপ করেছে ইডি ৷ সূত্রের খবর, চিনা সংস্থাটির বিরুদ্ধে বেআইনি লেনদেনের অভিযোগ উঠেছিল, ফেব্রুয়ারি মাসে এর তদন্তে নামে ইডি ৷ সেই তদন্ত শেষে এই ব্যবস্থা নেওয়া হল ৷ ভারতে 2014 সালে ব্যবসা শুরু করে শাওমি ৷ তার পরের বছর থেকেই ভারতে আর্থিক লেনদেন শুরু করে সংস্থাটি ৷

আরও পড়ুন : আদালতের কাজে স্থানীয় ভাষাকে গুরুত্ব দেওয়ার পরামর্শ মোদির

ইডি সূত্রে জানা গিয়েছে, ভারত থেকে তিনটি বিদেশি সংস্থাতে টাকা পাঠিয়েছে শাওমি ইন্ডিয়া ৷ যার মধ্যে একটি সংস্থা শাওমি গ্রুপেরই, অন্য দুটি মার্কিন সংস্থা ৷ এর জন্য মানা হয়নি ভারতের বৈদেশিক মুদ্রা আইন ৷ মূল চিনা সংস্থা শাওমির নির্দেশেই তাদের ভারতীয় শাখা এই কাজ করে বলে অভিযোগ ৷ এর ফলে মুনাফা হয় চিনা সংস্থাটির ৷ তদন্তে নেমে ইডি জানতে পেরেছে, ভারতীয় কয়েকটি সংস্থা থেকে মোবাইল ফোনের সেট কিনত শাওমি ইন্ডিয়া ৷ কিন্তু যে তিনটি বিদেশি সংস্থার সঙ্গে টাকার লেনদেন হয় তাদের, সেই সংস্থাগুলির সঙ্গে শাওমির ভারতীয় শাখার কোনও ব্যবসায়িক সম্পর্কই ছিল না ৷ নথি জাল করার অভিযোগও রয়েছে চিনা সংস্থাটির বিরুদ্ধে ৷

এই জালিয়াতির তদন্তে নেমে ইডি আধিকারিকরা ইতিমধ্যেই জেরা করেছেন সংস্থার গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট মনুকুমার জৈনকে ৷ সীমান্ত বিবাদের কারণে ইতিমধ্যেই তলানিতে ঠেকেছে ভারত-চিন দ্বিপাক্ষিক সম্পর্ক ৷ বেজিংয়ের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কেও রাশ টেনেছে ভারত ৷ এই অবস্থায় চিনা সংস্থার বিরুদ্ধে ইডির এই পদক্ষেপ দুই দেশের সম্পর্কে নতুন কী প্রভাব ফেলে সেদিকেই তাকিয়ে কূটনৈতিক ও বাণিজ্যিক মহল ৷

ABOUT THE AUTHOR

...view details