রাঁচি, 3 জানুয়ারি: মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের মিডিয়া উপদেষ্টার রাঁচির বাড়িতে তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ বুধবার ভোরবেলা অভিষেক প্রসাদের বাড়িতে হানা দেন ইডির আধিকারিকরা ৷ ইডি সূত্রের খবর, তাঁর বিরুদ্ধে আর্থিক তছরূপের মামলা রয়েছে ৷ সেই মামলাতেই তল্লাশি অভিযান চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ৷
ইডি সূত্রে আরও জানা গিয়েছে, বুধবার ঝাড়খণ্ডের 12টা জায়গায় তল্লাশি অভিযানে নেমেছে ইডি ৷ এর মধ্যে অন্য়তম অভিষেক প্রসাদের রাঁচির বাড়ি ৷ এছাড়া ডেপুটি কমিশনারের সাহেবগঞ্জের বাড়িতেও হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ এদিকে ঝাড়খণ্ডের মুখ্য়মন্ত্রী হেমন্ত সোরেনও বাদ যায়নি ইডির তালিকা থেকে ৷ তাঁকে 30 ডিসেম্বর সমনের চিঠি পাঠিয়েছে ইডি ৷ তাঁর বিরুদ্ধে জমিজমা সংক্রান্ত দুর্নীতির অভিযোগ উঠেছে ৷ সেই অভিযোগের ভিত্তিতে তাঁর বয়ান রেকর্ড করবে বলে জানিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ তবে এই সমনকে বেআইনি বলে পালটা তোপ দেগেছেন হেমন্ত সোরেন ৷
2022 সালের প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের আওতায় হেমন্ত সোরেনকে এ নিয়ে 7 বার সমন পাঠাল ইডি ৷ এর আগে তিনি 6 বার ইডির সমন এড়িয়ে গিয়েছেন ৷ জমি দুর্নীতি কাণ্ডে গত বছরের অগস্টের মাঝামাঝি সময়ে ঝাড়খণ্ডের মুখ্য়মন্ত্রীকে তলব করে ইডি ৷ সেবার তিনি হাজিরা দেননি ৷ তিনি জানিয়েছিলেন, রাজ্যের স্বাধীনতা দিবসের উদযাপন অনুষ্ঠানের কাজকর্ম নিয়ে ব্যস্ত আছেন ৷ তাই ইডির কার্যালয়ে হাজিরা দিতে পারবেন না ৷
হেমন্ত সোরেন ইডিকে চিঠিতে জানিয়েছিলেন, তিনি ইতিমধ্যে তাঁর সম্পত্তির হিসেবনিকেশ বিস্তারিত পাঠিয়ে দিয়েছেন ৷ তিনি আরও অভিযোগ করেন, পুরো বিষয়টি নিয়ে মিডিয়া ট্রায়াল করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ এমনকী ঝাড়খণ্ড সরকারকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে ইডি ৷ গত সপ্তাহের শুরুতে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বয়ান রেকর্ড করতে চেয়ে তাঁকে 7 নম্বর বার সমন পাঠায় ইডি ৷ এর আগে 6 বার তিনি সমন এড়িয়ে গিয়েছেন ৷ তাই ইডি তাঁকে সতর্ক করে, এটাই সোরেনের শেষ সুযোগ ৷
আরও পড়ুন:
- বিজেপি নেতার সঙ্গে জমিবিবাদে দুই প্রৌঢ় কৃষককে ইডির তলব, অর্থমন্ত্রীকে সরানোর দাবি আধিকারিকের
- ইডির বিরুদ্ধে হেমন্তকে ঝাড়খণ্ড হাইকোর্টে মামলার পরামর্শ সুপ্রিম কোর্টের
- 'কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতারের জন্য প্রস্তুত থাকুন', বৈঠক থেকে বার্তা খাড়গের