নয়াদিল্লি, 28 ডিসেম্বর:আর্থিক তছরুপের মামলায় কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি ভাদ্রার নাম চার্জশিটে উল্লেখ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । যদিও এর আগে এই মামলায় চার্জশিটে তাঁর নাম উল্লেখ করা হয়নি । এই প্রথম প্রিয়াঙ্কার নাম এই মামলার সঙ্গে যোগ করল ইডি ৷ এই ঘটনা ঘিরে স্বভাবতই রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ইডি চার্জশিটে উল্লেখ করেছে যে 2006 সালে দিল্লি-ভিত্তিক রিয়েল এস্টেট এজেন্ট এইচএল পাহওয়ার কাছ থেকে হরিয়ানার ফরিদাবাদে 40 কানাল (পাঁচ একর) একটি কৃষি জমি কিনেছিলেন প্রিয়াঙ্কা এবং পরে ওই একই জমি 2010 সালে ফেব্রুয়ারিতে এজেন্টকে বিক্রি করেছেন তিনি । ইডির দাবি, পাহওয়া থেকে ফরিদাবাদের আমিপুর গ্রামে জমি কেনা হয়েছিল ৷ এজেন্টেরের থেকে প্রিয়াঙ্কার স্বামী রবার্ট ভাদ্রাও 2005-2006 সালে আমিপুর গ্রামে 334 কানাল (40.08 একর) জমি কিনেছিলেন এবং 2010 সালের ডিসেম্বরে একই জমি এজেন্টকে বিক্রি করে দিয়েছিলেন তিনি ।
ওই এজেন্ট হল একই ব্যক্তি যিনি এনআরআই ব্যবসায়ী সিসি থামপির কাছে জমি বিক্রি করেছিলেন । বৃহত্তর মামলায় পলাতক অস্ত্র ব্যবসায়ী সঞ্জয় ভান্ডারি জড়িত ৷ তিনি টাকা পাচার, বৈদেশিক মুদ্রা এবং কালো টাকার আইন লঙ্ঘন এবং অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের জন্য একাধিক সংস্থার তদন্তাধীন । তিনি 2016 সালে ভারত থেকে ব্রিটেনে পালিয়ে যান ।
ব্রিটিশ নাগরিক সুমিত চাড্ডার সঙ্গে মিলে সিসি থামপির বিরুদ্ধে সঞ্জয় ভান্ডারীকে সহায়তা করার অভিযোগ রয়েছে । ইডি আর্থিক তছরুপ মামলার সঙ্গে সম্পর্কিত তার আগের চার্জশিটে রবার্ট ভাদ্রাকে সিসি থামপির ঘনিষ্ঠ সহযোগী হিসাবে উল্লেখ করেছিল । নতুন চার্জশিটে উল্লেখ করা হয়েছে, পাহওয়া জমি অধিগ্রহণের উদ্দেশ্যে বই থেকে নগদ টাকা পেয়েছিলেন । ইডির দাবি, রবার্ট ভাদ্রা পাহওয়াকে সম্পূর্ণ জমি বিক্রির টাকা দেননি । এ বিষয়ে ইডির তদন্ত এখনও চলছে ।