নয়াদিল্লি, 4 জানুয়ারি: গ্রেফতার হতে পারেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ বুধবার দিল্লির দুই মন্ত্রী আতিশি এবং সৌরভ ভরদ্বাজ আশঙ্কা প্রকাশ করেছেন, তাঁরা সূত্রে জানতে পেরেছেন যে, বৃহস্পতিবারই আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করতে পারে ইডি ডিরেক্টরেট ৷
দিল্লি আবগারি নীতি সংক্রান্ত মামলায় বুধবার তাঁকে সমন পাঠিয়েছিল ইডি ৷ তবে মুখ্যমন্ত্রী তাতে হাজিরা দেননি ৷ এদিন সোশাল মিডিয়ায় আতিশি জানান, "আমরা খবর পেয়েছি যে, বৃহস্পতিবার সকালে অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে ইডি তল্লাশি চালাবে ৷ আর হয়তো তাঁকে গ্রেফতারও করা হতে পারে ৷" এদিকে আজ সকাল থেকেই অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির সামনে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে ৷
বুধবার তৃতীয় বারের জন্য ইডির সমন এড়িয়েছেন অরবিন্দ কেজরিওয়াল ৷ এর কারণ প্রসঙ্গে তিনি ইডিকে চিঠিতে জানন, রাজ্যসভা নির্বাচন এবং সাধারণতন্ত্র দিবসের উদযাপন অনুষ্ঠান নিয়ে তিনি ব্যস্ত ৷ এবছরের 27 জানুয়ারি রাজ্যসভায় সাংসদদের মেয়াদ শেষ হচ্ছে ৷ দিল্লি থেকে রাজ্যসভার 3টি আসনে সাংসদ নিয়োগ হওয়ার কথা ৷ অরবিন্দ লেখেন, "আমি আম আদমি পার্টির জাতীয় কনভেনার ৷ তাই এই প্রক্রিয়ার প্রস্তুতি নিয়ে ব্যস্ত রয়েছি ৷ আমি দিল্লির মুখ্যমন্ত্রী ৷ তাই 26 জানুয়ারি সাধারণতন্ত্র দিবসের বেশ কয়েকটি অনুষ্ঠান নিয়েও ব্যস্ত রয়েছি ৷"