শ্রীনগর, 26 জুলাই: অর্থ তছরূপ সংক্রান্ত এক মামলায় এবার ন্যাশনাল কনফারেন্স প্রধান তথা জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লার বিরুদ্ধে চার্জশিট জমা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) (ED files chargesheet against Farooq Abdullah) ৷ এই দুর্নীতি মামলায় দু'মাস আগেই জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরা করেছিল ইডি ৷
চলতি বছরের 31 মে শ্রীনগরের ইডি দফতরে এই কেন্দ্রীয় সংস্থার তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছিলেন ফারুক আবদুল্লা ৷ সেসময় ন্যাশনাল কনফারেন্স প্রধান অভিযোগ করেছিলেন বিধানসভা ভোটের আগে পরিকল্পনা করে তাঁকে এভাবে হেনস্থা করা হচ্ছে ৷ বলেছিলেন, "নির্বাচন পর্যন্ত এভাবেই আমাদের হেনস্থা করা হবে ৷" সেদিন প্রায় সাড়ে তিন ঘণ্টা জেরা করা হয়েছিল বর্ষীয়ান এই সাংসদকে ৷