নয়াদিল্লি, 15 অক্টোবর: মহারাষ্ট্রের প্রাক্তন এনসিপি সাংসদ ও তাঁর ব্যবসায়িক গোষ্ঠীগুলির বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা ৷ তদন্তে নেমে 315 কোটি টাকারও বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ ইডি রবিবার জানিয়েছে, মহারাষ্ট্রের প্রাক্তন এনসিপি সাংসদ, তাঁর পরিবার এবং ব্যবসার বিরুদ্ধে একটি ব্যাংক জালিয়াতির মামলা রয়েছে ৷ সেই মামলার সঙ্গে সম্পর্কিত অর্থ পাচারের তদন্ত করছে ইডি ৷ তারই অংশ হিসাবে 315 কোটি টাকারও বেশি মূল্যের জমি, বায়ুকল, রুপো, হীরের গয়না ও সোনার বিস্কুট বাজেয়াপ্ত করা হয়েছে ৷
ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) প্রাক্তন রাজ্যসভার সাংসদ ঈশ্বরলাল শঙ্করলাল জৈন লালওয়ানির (77) রাজমল লখিচাঁদ জুয়েলার্স প্রাইভেট লিমিটেড, আর এল গোল্ড প্রাইভেট লিমিটেড এবং মনরাজ জুয়েলার্সের নাম আর্থিক তছরুপের সঙ্গে জড়িয়েছে । ইডি এক বিবৃতিতে বলেছে, আর্থিক তছরুপ প্রতিরোধ আইনের অধীনে জালগাঁও, মুম্বই, থানে, সিল্লোদ (মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলায়) এবং কচ্ছে (গুজরাত) অবস্থিত 70টি স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে । যার মূল্য 315.6 কোটি টাকা । এর মধ্যে রয়েছে রাজমল লখিচাঁদ জুয়েলার্স প্রাঃ লিমিটেড, আর এল গোল্ড প্রাইভেট লিমিটেড, এবং মানরাজ জুয়েলার্স প্রাইভেট লিমিটেড এবং অন্যান্য ।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযোগ, "বাজেয়াপ্ত সম্পত্তির মধ্যে রয়েছে ঈশ্বরলাল শঙ্করলাল জৈন লালওয়ানি, মনীশ ঈশ্বরলাল জৈন লালওয়ানি এবং অন্যান্যদের বেনামি সম্পত্তি ৷" সিবিআই নথিভুক্ত করা তিনটি এফআইআর থেকে একটি আর্থিক তছরুপের মামলা করা হয়েছে ৷ তাতে অভিযোগ করা হয়েছে, এই সংস্থাগুলি এবং এর পরিচালক/প্রোমোটাররা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার 352.49 কোটি টাকারও বেশি ক্ষতি করেছে । প্রোমোটাররা ঋণ পেতে জাল আর্থিক নথি জমা দিয়েছিলেন বলে ইডি অভিযোগ করেছে ।