মুম্বই, 22 মার্চ : মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের শ্যালকের সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED attaches assets Maharashtra CM Udhav Thackeray brother-in-law) ৷ মঙ্গলবার ইডির তরফে উদ্ধবের শ্যালক শ্রীধর পাটানকরের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি (ED) ৷ বাজেয়াপ্ত সম্পত্তির মোট পরিমাণ প্রায় 6.45 কোটি টাকা বলে জানা গিয়েছে ৷ এর মধ্যে 11টি ফ্ল্যাট রয়েছে বলে জানা গিয়েছে ৷
ইডি সূত্রে খবর, অর্থ তছরূপের ঘটনায় শ্রীধরের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে ৷ এছাড়া মহারাষ্ট্রের থানে এলাকায় নীলাম্বরী প্রকল্প এলাকায় 11টি ফ্ল্যাট নিয়েও প্রভিশনাল নোটিস দেওয়া হয়েছে ৷ যে ফ্ল্যাটগুলি শ্রী সাইবাবা গৃহনির্মিতি প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানির ব্যানারে কেনা হয়েছিল ৷ ওই কোম্পানিটি শ্রীধরের ৷
এদিকে এই ঘটনায় জড়িয়ে গিয়েছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের স্ত্রী রশ্মি ঠাকরের নামও ৷ ইডি সূত্রে খবর, যে 11টি ফ্ল্যাট নিয়ে নোটিস দেওয়া হয়েছে, তা এখন উদ্ধবের স্ত্রীর নামে রয়েছে ৷