নয়াদিল্লি, 23 জুন : ন্যাশনাল হেরাল্ড মামলায় (National Herald Case) ইডি-র কাছে হাজির হওয়ার জন্য সময় চেয়েছিলেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধি (Congress Chief Sonia Gandhi) ৷ সেই সময় মঞ্জুর করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) ৷ তাঁকে জুলাইয়ের শেষের দিকে বয়ান রেকর্ডের জন্য হাজির হতে বলা হল ৷
করোনার কারণে দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন সোনিয়া গান্ধি ৷ হাসপাতাল থেকে ছাড়া পেলেও তাঁকে আপাতত বিশ্রাম নিতে বলা হয়েছে ৷ তাই তিনি এই মামলায় ইডি-র কাছে হাজির হওয়ার জন্য সময় চেয়েছিলেন ৷ বুধবার এই নিয়ে চিঠি লেখেন ইডি-কে ৷ বৃহস্পতিবার কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থার তরফে তাঁর আর্জি মঞ্জুর করা হল ৷
ইয়ং ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থার আর্থিক তছরুপ সংক্রান্ত একটি মামলার তদন্ত করছে ইডি ৷ ওই সংস্থার অধীনেই ছিল ন্যাশনাল হেরাল্ড ৷ সংশ্লিষ্ট সংস্থায় সোনিয়া গান্ধি ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিরও (Congress MP Rahul Gandhi) শেয়ার রয়েছে ৷ সোনিয়ার পাশাপাশি রাহুলকেও নোটিশ পাঠিয়েছিল ইডি ৷ রাহুল ইতিমধ্যে পাঁচদিন ইডি অফিসে গিয়ে হাজিরা দিয়েছেন ৷ তাঁকে সব মিলিয়ে 54 ঘণ্টা জেরা করেছে ইডি ৷