পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ED arrests Prem Prakash ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ প্রেম প্রকাশকে গ্রেফতার করল ইডি - ED arrests Prem Prakash

ঝাড়খণ্ডে অবৈধ খনি কেলেঙ্কারি (Jharkhand Mining Case) মামলায় মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের 'ঘনিষ্ঠ' প্রেম প্রকাশকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED arrests Prem Prakash)৷

ed-arrests-prem-prakash-in-Jharkhand mining-scam
সোরেন ঘনিষ্ঠ প্রেম প্রকাশকে গ্রেফতার করল ইডি

By

Published : Aug 25, 2022, 9:50 AM IST

Updated : Aug 25, 2022, 10:10 AM IST

নয়াদিল্লি, 25 অগস্ট:ঝাড়খণ্ডে অবৈধ খনি কেলেঙ্কারির (Jharkhand Mining Case) ঘটনায় মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের 'ঘনিষ্ঠ' প্রেম প্রকাশকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ গতকালই তাঁর রাঁচির বাড়ি থেকে জোড়া একে 47 রাইফেল উদ্ধার করেছিল ইডি (ED arrests Prem Prakash)৷

অবৈধ খনি মামলায় তাঁর বাড়িতে দীর্ঘ সময় তল্লাশির পর বুধবার রাতে প্রেম প্রকাশকে গ্রেফতার করে ইডি ৷ বেআইনি অর্থপাচার আইনে তাঁকে রাঁচি থেকে গ্রেফতার করা হয়েছে ৷ অবৈধ খনি মামলার তদন্তে দিনকয়েক ধরেই বিহার, ঝাড়খণ্ড, তামিলনাড়ু ও দিল্লি-এনসিআর-এ বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি ৷ বুধবার রাঁচিতে প্রেম প্রকাশের (Prem Prakash) বাড়িতে হানা দেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর আধিকারিকরা ৷ এই প্রেম প্রকাশ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের ঘনিষ্ঠ হিসেবেই রাজনৈতিকমহলে পরিচিত ৷ তল্লাশি চালিয়ে প্রেম প্রকাশের বাসভবনের আলমারি থেকে জোড়া একে-47 রাইফেল উদ্ধার করে ইডি ৷ অবৈধ খনি মামলায় তিনি মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছেন বলে মনে করছে তদন্তকারী সংস্থা ।

আগেও এই প্রেম প্রকাশের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি ৷ কিন্তু সে সময় উল্লেখযোগ্য কিছু পাওয়া যায়নি ৷ সূত্রের খবর, সুনির্দিষ্ট অভিযোগ পেয়েই বুধবার ফের তাঁর বাড়িতে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ৷ একই মামলায় গত 19 জুলাই পঙ্কজ মিশ্রকেও গ্রেফতার করেছিল ইডি ৷

আরও পড়ুন:সোরেন ঘনিষ্ঠের বাড়ি থেকে বাজেয়াপ্ত জোড়া একে 47

গোড্ডায় বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে এই নিয়ে টুইট করে বলেছেন, "ইডি প্রেম প্রকাশকে গ্রেফতার করেছে ৷ প্রকাশ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সহকারী ও পারিবারিক বন্ধু ৷ অমিত আগরওয়াল ও তাঁর (প্রকাশ) যোগ এনআইএ-র তদন্ত করে দেখা উচিত ৷"

আরগোরা থানার এসএইচও বিনোদ কুমার জানিয়েছেন, প্রেম প্রকাশের বাড়ি থেকে উদ্ধার হওয়া একে-47 পুলিশের দুই রক্ষীর ৷ প্রেম প্রকাশের বাড়িতে তাঁদের রাইফেল রাখার জন্য ওই দুই অফিসারকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে রাঁচি পুলিশ ৷

Last Updated : Aug 25, 2022, 10:10 AM IST

ABOUT THE AUTHOR

...view details