পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ED Arrests Nephew of Punjab CM : গ্রেফতার পঞ্জাবের মুখ্যমন্ত্রীর শ্যালিকার ছেলে ভূপিন্দর সিং হানি - Punjab Assembly Election 2022

পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নির শ্যালিকার ছেলে ভূপিন্দর সিং হানিকে গ্রেফতার করল ইডি (ED Arrests Nephew of Punjab CM in Money Laundering Case) ৷ তাঁর বিরুদ্ধে পঞ্জাবের বর্ডার এলাকার বেআইনিভাবে বালি পাচারের টাকা হাওয়ালা মারফত পাচারে জড়িত থাকার অভিযোগ উঠেছে ৷ বৃহস্পতিবার গভীর রাতে ভূপিন্দরকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় এই সংস্থা ৷

Punjab Assembly Election News
গ্রেফতার পঞ্জাবের মুখ্যমন্ত্রীর শ্যালিকার ছেলে ভূপিন্দর সিং হানি

By

Published : Feb 4, 2022, 11:17 AM IST

নয়াদিল্লি, 4 ফেব্রুয়ারি : পঞ্জাবে বিধানসভা নির্বাচনের (Punjab Assembly Election 2022) আগে অস্বস্তিতে কংগ্রেস ৷ হাওয়ালা মামলায় জড়িত থাকার অভিযোগে পঞ্জাবের মুখ্যমন্ত্রীর চরণজিৎ সি চান্নির শ্যালিকার ছেলে ভূপিন্দর সিং হানিকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED Arrests Nephew of Punjab CM in Money Laundering Case) ৷ শুক্রবার সকালে ইডির তরফে জানানো হয়েছে, বেআইনি বালি পাচারের টাকা হাওয়ালা মারফত পাচারে যুক্ত থাকার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে ৷

বৃহস্পতিবার গভীর রাতে ভূপিন্দর সিং হানিকে হাওয়ালা আইনে গ্রেফতার করা হয়েছে (ED Arrests Nephew of Punjab CM Charanjit Singh Channi) ৷ গত 18 জানুয়ারি কেন্দ্রীয় সংস্থার তরফে ভূপিন্দরের বাড়িতে তল্লাশি চালানো হয় ৷ সেই তল্লাশিতে নগদ 8 কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে বলে ইডির তরফে জানানো হয়েছে ৷ ওই টাকার কোনও হিসেব নাকি ভূপিন্দর সিং হানি দিতে পারেননি ৷

আরও পড়ুন : Punjab Assembly Election 2022 : পঞ্জাবের 86 আসনে প্রার্থী তালিকা প্রকাশ কংগ্রেসের, লড়ছেন চান্নি, সিধু

অন্যদিকে, ভূপিন্দরের গ্রেফতারিতে বেশ অস্বস্তিতে পড়েছে পঞ্জাব কংগ্রেস ৷ রাজ্যের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নির শ্যালিকার ছেলে ভূপিন্দর ৷ ফলে 20 ফেব্রুয়ারি সে রাজ্যে হতে চলা নির্বাচনের আগে এই ঘটনা কংগ্রেসের ভাবমূর্তিতে যে বড় প্রভাব ফেলবে, তা বলার অপেক্ষা রাখে না ৷ কংগ্রেসের তরফে এ নিয়ে কোনও মন্তব্য করা না হয়নি ৷ তবে, পঞ্জাব কংগ্রেসের অন্দরের গুঞ্জন ভোটের আগে ফের একবার প্রতিহিংসার রাজনীতিতে নেমেছে বিজেপি ৷ আর সেই কাজে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করছেন মোদি-শাহ জুটি ৷

ABOUT THE AUTHOR

...view details