পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ED arrests Sisodia: দিল্লির আবগারি দুর্নীতি মামলায় সিসোদিয়াকে গ্রেফতার করল ইডি - ED arrests Sisodia

দিল্লি আবগারি দুর্নীতিতে অভিযুক্ত মণীশ সিসোদিয়া ৷ এই আপ নেতাকে আগেই গ্রেফতার করেছিল সিবিআই ৷ তিনি জেল হেফাজতে ছিলেন ৷ এবার তাঁকে একই মামলায় গ্রেফতার করল ইডি (ED arrests Manish Sisodia) ৷

ED arrests Sisodia
ED arrests Sisodia

By

Published : Mar 9, 2023, 8:30 PM IST

নয়াদিল্লি, 9 মার্চ: দিল্লির আবগারি দুর্নীতি (Delhi Liquor Scam) মামলায় আরও বিপাকে মণীশ সিসোদিয়া ৷ তাঁকে এবার গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) ৷ বৃহস্পতিবার তাঁকে দিল্লির তিহাড় জেলে গিয়ে জেরা করেন ইডির আধিকারিকরা ৷ তার পরই তাঁকে গ্রেফতার করা হয় বলে ইডি (ED) সূত্রে জানা গিয়েছে ৷

দিন কয়েক আগে এই মামলায় সিবিআই জিজ্ঞাসাবাদের জন্য তলব করে সিসোদিয়াকে (Manish Sisodia) ৷ তিনি তখন দিল্লির উপ মুখ্যমন্ত্রী ৷ কয়েকঘণ্টা সিবিআই অফিসে নানা প্রশ্নের মুখোমুখি হতে তাঁকে ৷ পরে জানা যায় যে তাঁকে সিবিআই গ্রেফতার করেছে ৷ এই গত কয়েকদিন ধরে উত্তাল জাতীয় রাজনীতি ৷

গ্রেফতারির পরদিন আদালতে পেশ করা হয় মণীশকে ৷ তাঁকে প্রথমে কয়েকদিনের জন্য সিবিআইয়ের (CBI) হেফাজতে পাঠায় আদালত ৷ পরে তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয় ৷ তাঁর ঠাঁই হয় তিহাড় জেলে (Tihar Jail) ৷ এবার তাঁকে ইডি গ্রেফতার করল ৷ তবে হেফাজতে থাকাকালীন তাঁকে কোথায় রাখা হবে, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয় ৷

প্রসঙ্গত, 2020-21 সালের জন্য দিল্লিতে যে আবগারি নীতি তৈরি করা হয়, তাতে বেনিয়ম করা হয়েছে বলে অভিযোগ ৷ এক শ্রেণির ব্যবসায়ীদের সুবিধা পাইয়ে দেওয়া যাতে যায়, সেভাবেই ওই নীতি তৈরি করা হয় বলে অভিযোগ উঠেছে ৷ এর সঙ্গে দক্ষিণের কয়েকজন ব্যবসায়ীর নাম জড়িয়েছে ৷ তাছাড়া জড়িয়েছে গিয়েছেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর-এর মেয়ে কে কবিতাও ৷ তাঁকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ইডি ৷

এই মামলায় ইতিমধ্যে বেশ কয়েকজন গ্রেফতার হয়েছেন ৷ মণীশ সিসোদিয়ার বাড়িতে অনেক আগেই তল্লাশি করেছিল সিবিআই ৷ তাঁর ব্য়াংকের লকারেও তল্লাশি করা হয় ৷ পরে তাঁর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার কথা বলে গ্রেফতার করে সিবিআই ৷ মণীশ এই নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ৷ কিন্তু সেই আর্জি শোনেনি শীর্ষ আদালত ৷

এদিকে এই নিয়ে বিজেপির (BJP) বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছেন আম আদমি পার্টির আহ্বায়ক তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) ৷ এই নিয়ে ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-সহ একাধিক বিরোধী নেতা-নেত্রী চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) ৷ সেই তালিকায় সামিল রয়েছেন কেজরিওয়ালও ৷

আরও পড়ুন:মণীশ সিসোদিয়ার গ্রেফতারি আগুনে ঘি! সিবিআই-ইডি নিয়ে বিরোধীদের চিঠি মোদিকে

ABOUT THE AUTHOR

...view details