নয়াদিল্লি, 19 ফেব্রুয়ারি: গরু পাচারকাণ্ডের মূল অভিযুক্ত এনামূল হককে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) (ED arrested Enamul haque in cattle smuggling case) । শনিবার দিল্লি থেকে তাকে গ্রেফতার করেন ইডির গোয়েন্দারা ৷ মূলত, গরু পাচার কাণ্ডের টাকা কোন কোন খাতে খরচ হয়েছিল এবং কারা কারা আর্থিকভাবে এর থেকে লাভবান হয়েছিলেন তা জানার জন্যই এনামুল হককে গ্রেফতার করা হয়েছে বলে খবর ৷ শনিবার তাকে দিল্লির রাউজ এভিনিউ আদালতে তোলা হলে বিচারক তার 7 দিনের ইডি হেফাজতের নির্দেশ দেন ।
এর আগে 2020 সালে এনামুলকে নিজেদের হেফাজতে নিয়েছিল সিবিআই । সূত্রের খবর, এনামূলের বেশ কয়েকটি অফিস এবং বাড়িতে তল্লাশি চালিয়ে একাধিক কাগজপত্র এবং একটি বিশেষ ডায়েরি হাতে পেয়েছেন তদন্তকারীরা । সেই ডায়েরি থেকে একাধিক প্রভাবশালী এবং রাজনৈতিক ব্যক্তিত্বের নাম পাওয়া গিয়েছে । সেই তথ্য-প্রমাণের উপর ভিত্তি করেই সম্প্রতি কলকাতায় নিজাম প্যালেসে ডেকে অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেবকে বেশ কয়েক ঘণ্টা জেরা করেছে সিবিআই ৷ তদন্তকারীদের অনুমান এনামূল হকের কাছ থেকে একাধিকবার বিভিন্ন রকমের উপহার নিয়েছিলেন দেব ৷