কলকাতা, 26 মে : করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে ভারতের অর্থনীতিতে যে ধাক্কা লেগেছে, তার প্রেক্ষিতে সরকারের আরও বেশি খরচ করা উচিত ছিল ৷ যাতে সাধারণ মানুষ আরও বেশি করে সাহায্য পেতে পারে ৷ এমনটাই মনে করছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্য়ায় ৷
যে ধরনের সংকট চলছে, তাতে যদি সরকার আর্থিক সাহায্য সংক্রান্ত কোনও প্যাকেজ ঘোষণা করে, তাহলে বন্ড মার্কেটে নেতিবাচক প্রভাব পড়বে কি না, তা নিয়ে তিনি নিশ্চিত নন বলে প্যারিস থেকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন ম্যাসাচুসেট ইনস্টিটিউট অফ টেকনলজির অধ্যাপক অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ৷
তিনি জানান যে তিনি নিশ্চিত নন যে সরকার এটাকে সঠিক বলছে কি না ৷ কিন্তু তাঁর প্রশ্ন, এখনও জিডিপির 2 শতাংশ কি অতিরিক্ত হিসেবে খরচ করা সম্ভব ?