পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Eco-Friendly Ganesh: নিজামের শহরে নজর কাড়ছে 17 হাজার নারকেলের তৈরি গণেশ - তেলাঙ্গানায় গণেশ পুজো

হায়দরাবাদের এক পুজো কমিটি এবার তৈরি করল পরিবেশবান্ধব গণেশ ৷ যা তৈরি হয়েছে 17 হাজার নারকেল দিয়ে(Ganesh idol made up on coconut in Telangana)৷

Etv Bharat
পরিবেশবান্ধব গণেশ

By

Published : Sep 2, 2022, 9:00 PM IST

হায়দরাবাদ, 2 সেপ্টেম্বর: গণেশ চতুর্থীতে এবার 17 হাজার নারকেল দিয়ে পরিবেশবান্ধব(Eco Friendly Ganesh)মূর্তি তৈরি করে তাক লাগাল হায়দরাবাদের এক পুজো কমিটি ৷ শুধু মূর্তিতেই বিশেষত্ব নয়,প্যান্ডেলটিও বিভিন্ন থিম দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে(Eco Friendly Ganseh Idol Made Using 17000 coconuts in Hyderabad)৷ কেরালার এক শিল্পী নারকেলের তৈরি এই গণেশ(Ganesh Chaturthi celebrations)ও প্যান্ডেল বানানোর জন্য পুরো হায়দরাবাদ ঘুরে বেড়ান ৷

এই বিষয়ে এখানকার এক পুজো উদ্যোক্তা কুমার বলেন, "নারকেলের তৈরি এই গণেশ সত্যিই হায়দরাবাদের মানুষকে আকর্ষণ করছে ৷ আমরা সবাইকে প্লাস্টার অফ প্যারিসের তৈরি মূর্তি কেনা থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছি ৷ আমাদের চারপাশে নিরাপদ পরিবেশের জন্য এই ধরনের পরিবেশবান্ধব মূর্তি কেনা আমাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ ৷ আর তাছাড়া নারকেল আমাদের ভীষণ পরিচিত একটা ফল ৷ যা বিভিন্ন অনু্ষ্ঠানে ব্যবহার হয়ে থাকে ৷ তাই মূর্তি বানাতে আমরা নারকেলকেই বেছে নিয়েছি ৷ 17 হাজার নারকেল দিয়ে তৈরি এই মূর্তি বানাতে সময় লেগেছে 8 দিন ৷"

17 হাজার নারকেলের তৈরি পরিবেশবান্ধব গণেশ

হায়দরাবাদের(Telangana Ganesh Puja)লোয়ার ট্যাঙ্ক বান্ড ইনের বাসিন্দা অনুপের কথায়,"প্রতি বছর শহরটা পরিবেশবান্ধব গণেশ মূর্তি তৈরির প্রচার করে ৷ আর বিভিন্ন স্থান থেকে পর্যটকরা এখানে মূর্তি দেখতে আসেন ৷ প্রতি বছর আমাদের পাড়ার মুরালি আন্না গণেশ প্যান্ডেল তৈরি করেন ৷ কিছুদিন ধরেই তিনি এই কাজ করছেন ৷ আমরা প্রতিবছর পরিবেশবান্ধব গণেশ মূর্তি বানিয়ে থাকি, এবছর নারকেল দিয়ে সেই কাজ করা হয়েছে ৷"

আরও পড়ুন :গণেশ চতুর্থীর নৈবেদ্য সাজান বিনায়কের প্রিয় রকমারি মোদকে

ABOUT THE AUTHOR

...view details