মুম্বই, 8 অক্টোবর: আন্ধেরি পূর্ব উপনির্বাচনের (Andheri East Bye-poll) আগে বড় ধাক্কা উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) জন্য ৷ জাতীয় নির্বাচন কমিশনের (ECI) অন্তর্বর্তীকালীন নির্দেশে আপাতত ফ্রিজ করা হল শিবসেনার চিরাচরিত তির-ধনুক প্রতীক বাজেয়াপ্ত হল (ECI freezes bow and arrow symbol of Shivsena) ৷ আসন্ন উপনির্বাচনে নয়া প্রতীকে লড়তে হবে উদ্ধব শিবিরকে ৷ একইভাবে বিরোধী একনাথ শিন্ডের (Eknath Shinde) ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য ৷ শিবসেনার প্রতীক কমিশন ফ্রিজ করায় শিন্ডে শিবিরকেও লড়তে হবে নয়া প্রতীকে ৷ আগামী 10 অক্টোবরের মধ্যে দুই শিবিরকেই নয়া প্রতীক কমিশনে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷
সবমিলিয়ে সুপ্রিম নির্দেশে সহজে আসল শিবসেনা বেছে নিতে ব্যর্থ হল নির্বাচন কমিশন ৷ এক বিজ্ঞপ্তিতে কমিশন জানিয়েছে, আসন্ন উপনির্বাচনে দু'পক্ষের কেউই শিবসেনার চিরাচরিত 'তির-ধনুক' নির্বাচনী প্রতীকে লড়তে পারবে না ৷ এতদ্বারা দু'পক্ষকেই জানানো হচ্ছে নির্বাচন কমিশনের বরাদ্দ করে দেওয়া যে প্রতীকগুলি এখনও ফাঁকা রয়েছে, তার মধ্যে থেকে একটি পছন্দ মতো বেছে নেওয়ার জন্য ৷